২৩ থেকে ৪৬ জেলা পেতে পারে পশ্চিমবঙ্গ, ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ প্রশাসনিক সুবিধার্থে আগামী দিনে রাজ্যে জেলার সংখ্যা আরও বাড়ানো হতে পারে বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ইঙ্গিত দিয়েছেন। কলকাতা টাউন হলে আজ ডব্লিউবিসিএস আধিকারিক সংগঠনের সভায় যোগ দিয়ে তিনি বলেন, রাজ্য সরকার জেলার সংখ্যা আরও বাড়াতে চায়।
আগামী দিনে ২৩ থেকে বাড়িয়ে জেলার সংখ্যা ৪৬ করা হতে পারে বলেও মুখ্যমন্ত্রী ইঙ্গিত দেন। কিন্তু পর্যাপ্ত এবং দক্ষ আধিকারিক ও পরিকাঠামোর অভাব এক্ষেত্রে বাধা হচ্ছে।
ইতিমধ্যে বাংলায় জেলার সংখ্যা বাড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ জেলাও বেড়েছে অনেক। এদিন মুখ্যমন্ত্রী বলেন, “বাংলায় এখন ২৩টি জেলা। আগামী দিনে ৪৬টি হতে পারে।” এ ব্যাপারে তিনি বিহারের উদাহরণ টেনে বলেন, ওখানে ৫০-৬০টি জেলা রয়েছে। বাংলায় কেন হবে না?”
মুখ্যমন্ত্রীর একটি ঘোষণা, তাতেই বেতন বৈষম্য দূর হল IAS ও WBCS আধিকারিকদের
প্রশাসনিক মহলও মুখ্যমন্ত্রীর এই বক্তব্যকে সমর্থন করছে। তাঁদের মতে যত দিন বাড়ছে, ততই জনসংখ্যা বাড়ছে।এই পরিস্থিতিতে জেলার সংখ্যা না বাড়ালে সুষ্ঠু প্রশাসনিক পরিষেবা দেওয়া সম্ভব নয়। সেই কারণেই জেলা ভাঙার কথা যেমন বলেছেন মুখ্যমন্ত্রী, তেমনই ডব্লিউবিসিএস অফিসারের সংখ্যা বাড়ানোর কথাও বলেছেন।
কিন্তু দক্ষতাসম্পন্ন আধিকারিক চাইলেও সবসময়ে তা পাওয়া যাচ্ছে না বলে তিনি অভিযোগ করেছেন।এই ঘাটতি মেটাতে ডব্লিউবিসিএস অফিসারদের আরও তৎপরতার সঙ্গে কাজ করারও মুখ্যমন্ত্রী পরামর্শ দিয়েছেন।