West Central Railway : পরীক্ষা ছাড়াই দশম পাশেই পশ্চিম মধ্য রেলওয়েতে চাকরির সুযোগ

ভারতীয় রেলে চাকরি

The Quiry : কোনও পরীক্ষা দিতে হবে না। পশ্চিম মধ্য রেলওয়ে ৩ হাজারের বেশি পদে দশম পাশ এবং আইটিআই উত্তীর্ণদের শিক্ষানবিশ পদে নিয়োগ করবে। ৫০ শতাংশ নং সহ দশম পাশ করা এবং আইটিআই উত্তীর্ণ যুবকদের জন্য ভারতীয় রেলে চাকরি পাওয়ার এটি একটি দুর্দান্ত সুযোগ।

১) প্রথমে অফিসিয়াল ওয়েবসাইট wcr. indianrailways.gov.in-এ যান।

২) হোম পেজে দেওয়া অনলাইন অ্যাপ্লিকেশন লিঙ্কে ক্লিক করুন।

৩) রেজিস্ট্রেশন ফর্মটি পূরণ করুন এবং আবেদন প্রক্রিয়া শুরু করুন।

৪) আবেদনপত্রে সমস্ত বিবরণ লিখুন এবং নথি আপলোড করুন।

৫) আবেদন ফি পরিশোধ করুন এবং আবেদনপত্র জমা দিন।

West Central Railway : পরীক্ষা ছাড়াই দশম পাশেই পশ্চিম মধ্য রেলওয়েতে চাকরির সুযোগ

আরও খবর- Railway Recruitment : সাব ইন্সপেক্টর ও কনস্টেবল পদে নিয়োগ

আগ্রহী প্রার্থীরা এই পদগুলির জন্য আগামী ১৪ জানুয়ারী , ২০২৪ পর্যন্ত আবেদন করতে পারবেন। রেলের অফিসিয়াল ওয়েবসাইট wcr. Indianrailways.gov.in এর মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারেন। প্রার্থীর বয়স ১৫ বছর থেকে ২৪ বছরের মধ্যে হতে হবে। তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় দেওয়া হয়েছে। রেলওয়ে মোট ৩০১৫ পদে শিক্ষানবিশ নিয়োগ করবে।

সম্পর্কিত পোস্ট