চার কেন্দ্রে ৪-০ চায় তৃণমূল, প্রচারে একঝাঁক তারকা নিয়ে ময়দানে মমতা
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ ৩০ অক্টোবর ৪ কেন্দ্রের উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। সম্প্রতি ভবানীপুরের উপনির্বাচন এবং জঙ্গিপুর ও সামসেরগঞ্জের নির্বাচন থেকে হাত শূন্য করে ফিরতে হয়েছে পদ্ম শিবিরকে।
ভবানীপুরে বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল পরাজিত হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ৫৮ হাজার ভোটে। এই ধাক্কা কিছুতেই মেনে নিতে পারছেন না পদ্ম শিবির। এমনটাই মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ।
তাই বাকি চার কেন্দ্রের উপনির্বাচনের প্রচারে যেমন জোর দিয়েছে গেরুয়া শিবির তেমনই পিছিয়ে নেই ঘাসফুল শিবির। শুক্রবার বারবেলায় প্রকাশিত হয়েছে তৃণমূলের প্রচারকের তালিকা। তালিকার শীর্ষে নাম রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের।
সূত্রে জানা গিয়েছে, আসন্ন চারটি নির্বাচন কেন্দ্রে ভোট প্রচারে যাবেন তৃণমূল সুপ্রিমো। এছাড়াও থাকছেন সুব্রত বক্সী, পার্থ চট্টোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় , সুব্রত মুখোপাধ্যায় , সৌগত রায়, ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, সায়নী ঘোষ, জুন মালিয়া, দেব, সোহম চক্রবর্তী, চন্দ্রিমা ভট্টাচার্য, শতাব্দী রায়, রাজ চক্রবর্তী , কুনাল ঘোষ, সায়ন্তিকা ব্যানার্জি, অদিতি মুন্সি, মিমি চক্রবর্তী ও মনোজ তিওয়ারি।
চার কেন্দ্রের উপনির্বাচনে বিজেপির প্রচারে আসছে ১ মুখ্যমন্ত্রী ও ৬ কেন্দ্রীয় মন্ত্রী
প্রসঙ্গত, জঙ্গিপুরের নির্বাচনী প্রচারে গিয়ে ভুল শ্লোগান দিয়ে ভাইরাল হয়েছিলেন রাজ চক্রবর্তী ও জুন মালিয়া। সংবাদমাধ্যমে সেই ভিডিও প্রকাশ্যে আসার পরেই নড়েচড়ে বসে শাসকশিবির। জানা গেছে , এবারে প্রথম থেকেই প্রচারে অতি সর্তকতা অবলম্বন করার নির্দেশিকা দেওয়া হয়েছে।
উল্লেখ্য, ভবানীপুর উপনির্বাচনের ফলাফল প্রকাশের দিনই জয়ী হয়েই মমতা বন্দ্যোপাধ্যায় বাড়ির সামনে থেকে প্রকাশ করেছিলেন এই ৪ কেন্দ্রের প্রার্থী তালিকা।
বিজেপি তরফে দাবি করা হয়েছে আসন্ন উপনির্বাচনে বিপুল ভোটে জয়ী হবে গেরুয়া শিবির। কারণ শান্তিপুর এবং দিনহাটা কেন্দ্র থেকে বিধানসভা নির্বাচনে জয়ী হয়েছিলেন জগন্নাথ সরকার এবং নিশীথ প্রামানিক। যদিও সংসদ হিসেবে থাকতে চেয়ে বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়েছেন তারা। তাই পদ্ম শিবিরের দাবি এই দুটি কেন্দ্রে তাদের দখলে রয়েছে।
অন্যদিকে তৃণমূলের একাংশ অবশ্য দিনহাটায় প্রার্থী উদয়ন গুহকে নিয়ে খুশি নয়। সেখানে কান পাতলেই শোনা যায় গোষ্ঠীদ্বন্দ্বের কথা। মুখে যতই বলুক না কেন তবে দিনহাটা নিয়ে যথেষ্ট চাপে রয়েছে শাসক দল। এ কথা স্বীকার করে নিয়েছেন দলেরই একাংশ।
যদিও এই ৪ কেন্দ্রে ভোট প্রচারে যাবেন মমতা ও অভিষেক। তৃণমূলের এই দুই কান্ডারীর কাঁধে ভর দিয়ে ৪-০ গোলে তৃণমূল ম্যাচ জিততে পারে কিনা, এখন সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।