টানা বৃষ্টিতে প্লাবিত একাধিক এলাকা, প্রায় ১০ হাজার কোটি টাকার শস্যের ক্ষতি

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগ এবং ডিভিসির ছাড়া জলে রাজ্যের বিভিন্ন এলাকা প্লাবিত হয়ে প্রায় ১০ হাজার কোটি টাকা মূল্যের শস্য ও সম্পদ হানি হয়েছে বলে রাজ্য সরকার জানিয়েছে।

রাজ্যের বানভাসি এলাকা পরিদর্শন করতে আসা কেন্দ্রীয় প্রতিনিধি দলের হাতে ওই হিসেব তুলে দেওয়া হয়েছে বলে নবান্ন সূত্রে জানা গেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের যুগ্মসচিব সুনীল কুমার বার্ণওয়ালের নেতৃত্বে কেন্দ্রের এক আন্তমন্ত্রক প্রতিনিধি দল শনিবার পশ্চিম মেদিনীপুর ঘাটাল এবং হুগলির আরামবাগের বন্যা কবলিত এলাকা পরিদর্শন করে।

দুটি দলে ভাগ হয়ে ৬ সদস্যের প্রতিনিধিদলের সদস্যরা দুই এলাকা ঘুরে দেখেন। এলাকার বাসিন্দাদের সঙ্গে কথাও বলেন। পরে তাঁরা বিকেলে নবান্নে স্বরাষ্ট্র সচিব এবং বিপর্যয় মোকাবিলা সচিবের সঙ্গে ক্ষয়ক্ষতি নিয়ে আলোচনা করেন।

সন্ত্রাসকে যারা ব্যবহার করছেন তাঁদের জন্য সন্ত্রাস বিপজ্জনক, নাম না করে পাকিস্তানকে নিশানা মোদির

সেখানেই তাদের হাতে এই ক্ষয়ক্ষতির হিসাব তুলে দেওয়া হয় বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। রবিবার ওই প্রতিনিধি দলের একাংশ হাওড়া আমতা উদয়নারায়নপুর এলাকা পরিদর্শন করবেন বলেও জানা গেছে।

সম্পর্কিত পোস্ট