মন্ত্রিসভার সদস্যদের শপথ সোমবার

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ সোমবার মন্ত্রী হিসাবে শপথ নেবেন ক্যাবিনেট মিনিস্টাররা। আগে ঠিক ছিল শনিবার অধ্যক্ষ নির্বাচনের পর রবিবার হবে মন্ত্রীদের শপথ। কিন্তু পরবর্তীতে সেই সুচির বদল করা হয়েছে।

করোনা আবহে সকাল 11 টায় ক্যাবিনেট মন্ত্রীদের শপথ বাক্য পাঠ করাবেন রাজ্যপাল। যাতে দ্রুত এই প্রক্রিয়া সম্পন্ন করা যায় তাই একসঙ্গে অনেক জনকেই শপথ পাঠ করাতে পারেন রাজ্যপাল।

নবান্ন সূত্রে যেটুকু জানা যাচ্ছে, তাতে একদিন এই সব মন্ত্রীদের শপথ গ্রহণ অনুষ্ঠান এই করোনা পরিস্থিতিতে করতে চাইছেনা রাজ্য সরকার। প্রথমে পূর্ণ মন্ত্রীরা সোমবার শপথ নেওয়ার পর, দ্বিতীয় পর্যায় প্রতিমন্ত্রীদের শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হতে পারে। এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলে যে বিধায়ক সংখ্যা তাতে কমবেশি 47 জনকে মন্ত্রী করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়।

কড়া পদক্ষেপের মাধ্যমে করোনার তৃতীয় ঢেউয়ের হাত থেকে মুক্তি পাওয়া সম্ভব

তবে তিনি বরাবরই ছোট মন্ত্রিসভায় বিশ্বাসী। তাই লেজ ভারী না করে একজন মন্ত্রীকে একাধিক দপ্তরের দায়িত্ব দেওয়া হতে পারে বলে খবর। এবং একইভাবে মন্ত্রিসভার শপথগ্রহণ অনুষ্ঠানে একাধিক নতুন মুখ এবার দেখা যেতে পারে।

তাতে যেমন মালদা মুর্শিদাবাদের একাধিক নতুন মুখ থাকবে। থাকবে উত্তর 24 পরগনা হাওড়া হুগলি থেকেও একাধিক নতুন মুখ। তবে কারা ক্যাবিনেট মন্ত্রী হিসাবে সোমবার শপথ নেবেন সেই তালিকা এখনও তৃণমূল কংগ্রেসের তরফে প্রকাশ করা হয়নি।

সম্পর্কিত পোস্ট