WestBengal Assembly Election 2021: তারকা প্রার্থীতে বড় চমক তৃণমূলের
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ এবারের প্রার্থী তালিকায় যে চমক থাকবে সেটা আগেই জানিয়ে দেওয়া হয়েছিল তৃণমূল সূত্রে। তবে এবারে একঝাঁক তারকা টিকিট পেতে পারেন বিভিন্ন আসনে সে বিষয়েও নিশ্চিত করেছে তৃণমূল।
তালিকায় কারা রয়েছেন সেই বিষয়ে কয়েকদিন ধরেই শুরু হয়েছে জল্পনা। তৃণমূল সূত্রে জানা গিয়েছে প্রার্থী তালিকার মধ্যে রয়েছেন অভিনেতা কাঞ্চন মল্লিক, সায়নী ঘোষ, সায়ন্তিকা, রনিতা, মানালি দে,সৌরভ, সুদেষ্ণা চট্টোপাধ্যায় ছাড়াও আরও অনেকে।
তবে তারা কোন আসন থেকে প্রার্থী হচ্ছেন সে বিষয়ে এখনই জানা যাচ্ছে না। একইসঙ্গে জানা যাচ্ছে সোহম ও এবারের নির্বাচনে টিকিট পেতে পারেন। তবে বিশেষ সূত্র মারফৎ জানা গেছে ছবিতে যারা রয়েছেন এবারের নির্বাচনে তাদের নাম একবারে চূড়ান্ত।
অন্যদিকে আগেই তৃণমূল সমর্থিত সূত্র তরফে জানিয়ে দেওয়া হয়েছিল এবারে রুপোলি পর্দার দুই তারকা চিরঞ্জিত এবং দেবশ্রী সম্ভবত টিকিট পাচ্ছেন না। একইসঙ্গে পুরোনো বেশ কিছু প্রার্থীর স্থান রদবদল করা হতে পারে বলেও জানানো হয়েছিল। টিকিট পাবেন না ৮০ বছরের উর্দ্ধের প্রার্থীরা সেটা নিশ্চিত করে জানিয়ে দেওয়া হয়েছিল তৃণমূলের তরফে।
২৯৪ টি কেন্দ্রের সম্পূর্ণ তালিকা আজই ঘোষণা করবে না শাসক শিবির। সূত্র মারফত খবর, চতুর্থ দফা পর্যন্ত প্রার্থী তালিকা আজ প্রকাশ করা হবে। তবে শেষ মূহুর্তে প্রার্থী তালিকায় মমতা বন্দ্য়োপাধ্যায় কী মাস্টারস্ট্রোক দেন সেদিকেই তাকিয়ে রয়েছে রাজ্যের রাজনৈতিক মহল।
তবে তারকা প্রার্থীর সঙ্গে সঙ্গে এবারের নির্বাচনে জায়গা পাচ্ছে বেশকিছু তরুণ মুখ। তালিকায় রয়েছে দেবাংশু, তৃণাঙ্কুর সহ আরও অনেকে। মূলত স্বচ্ছতা দুর্নীতি মুক্ত ইমেজকে সামনে রেখেই প্রার্থী তালিকা তৈরি করতে তৎপর ভোট কুশলী প্রশান্ত কিশোর। যুব সম্প্রদায়, মহিলা, দলিত মিলে বেশ কিছু চমক অপেক্ষা করছে এবারের প্রার্থী তালিকায়।