নজরে ২১ এর নির্বাচন, রাজ্যে নাড্ডা, দিল্লিতে শাহী বৈঠকে রাজ্যপাল
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ পাখির চোখ ২০২১। জানুয়ারি মাস পড়তে না পড়তেই ফের রাজনীতির উত্তাপ ছড়িয়ে পড়তে শুরু করেছে পশ্চিমবঙ্গের কোনায় কোনায়।
একদিকে যখন রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বারবার রাজ্য সরকারকে তোপ দাগছেন রাজ্যপাল জগদীপ ধনকর, তখনি উত্তর থেকে দক্ষিণ সর্বত্রই একের পর এক পদযাত্রা, জনসভা থেকে আরম্ভ করে মিটিং-মিছিলে শাসককে নিশানা করছে বারবার বিরোধীরা।
ভোটের আগে নতুন বছরের প্রথম সপ্তাহ যথেষ্ট তাৎপর্যপূর্ণ। কারণ সপ্তাহান্তে একদিকে যেমন এ রাজ্যে ফের বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার সফর রয়েছে। তেমনই এদিনই দিল্লিতে অমিত শাহের সঙ্গে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বৈঠকে বসতে চলেছেন রাজ্যপাল জগদীপ ধনকর।
তবে আজকের এই বৈঠকটি কী নিয়ে হবে অমিত শাহের সঙ্গে সে বিষয়ে রাজভবন সূত্রে কিছুই জানা যায়নি। আপাতভাবে মনে করা হচ্ছে বৈঠকের অন্যতম বিষয়বস্তু হয়ে উঠতে পারে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি। সেইসঙ্গে আসন্ন নির্বাচনে অশান্তি এড়াতে কি কি ব্যবস্থা নেওয়া যেতে পারে সে বিষয়ে বিস্তারিত আলোচনা হতে পারে উভয়পক্ষের মধ্যে। অন্তত বিজেপি সূত্রে এমনটাই মনে করা হচ্ছে।
প্রসঙ্গত দিন দুয়েক আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আচমকাই রাজভবনে যান রাজ্যপাল জগদীপ ধনকরের সঙ্গে দেখা করার জন্য। তবে সেই বৈঠক নিছকই সৌজন্য সাক্ষাৎ বলে জানিয়েছে উভয়পক্ষই। তারপরই রাজ্যপালের দিল্লি সফর যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ।
http://sh103.global.temp.domains/~lyricsin/thequiry/the-prime-minister-has-expressed-grief-over-the-death-of-10-newborns-in-maharashtra/
অন্যদিকে দিল্লির সীমানায় কৃষক আন্দোলন, কৃষক নিধি প্রকল্পে কেন্দ্র রাজ্যের তরজার মাঝেই রাজ্যের নাড্ডার সফর যথেষ্ঠ তাৎপর্যপূর্ণ। বিধানসভা ভোটের আগেই এই সফরে নিশ্চিতভাবে কৃষকদের মন জয় করাই বিজেপির মূল লক্ষ্য হতে পারে বলে মনে করছেন অনেকেই।
আর সেই কারণেই এবারের কর্মসূচি নেওয়া হয়েছে বর্ধমান জেলায়। ইতিমধ্যেই বর্ধমান জেলা জুড়ে ফ্ল্যাগ ফেস্টুনে মুড়ে ফেলা হয়েছে। রয়েছেন সাংগঠনিক নেতৃত্বরা। আঁটোসাঁটো নিরাপত্তা রয়েছে। কোনোরকম অশান্তি এড়াতে তৎপর পুলিশ।
ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন রাজ্য নেতৃত্বরা। ব্যবস্থাপনা খতিয়ে দেখছেন দায়িত্বপ্রাপ্ত বিজেপির সহকারি পর্যবেক্ষক অরবিন্দ মেনন।
প্রথমে জেপি নাড্ডা সাংগঠনিক বৈঠক করবেন বলে বিজেপি সূত্রে জানা গিয়েছে। তারপর রোড শো করবেন তিনি। ইতিমধ্যে অন্ডাল বিমানবন্দরে পৌঁছে গিয়েছেন তিনি।
http://sh103.global.temp.domains/~lyricsin/thequiry/trumps-twitter-account-was-shut-down-after-the-capitol-hill-incident/
কাটোয়ার জগদানন্দপুরে কৃষক সুরক্ষা অভিযান কর্মসূচির সূচনা করবেন। এরপর গ্রামের ৫ কৃষকের বাড়ি থেকে এক মুঠো করে শস্য সংগ্রহ করবেন। দুপুর ১ টায় একটি কৃষক পরিবারে খাওয়া-দাওয়া করবেন। তিনটে নাগাদ বর্ধমান শহরে সর্বমঙ্গলা মন্দিরে পুজো দেবেন।
এরপর ক্লক টাওয়ার থেকে কার্জন গেট পর্যন্ত রোড শো করবেন তিনি। হোটেলে ফিরে রাজ্য কমিটির বৈঠকে রয়েছে। রয়েছে সাংবাদিক সম্মেলন । সন্ধ্যা সাড়ে সাতটায় অন্ডাল বিমানবন্দর থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা দেবেন জেপি নাড্ডা।