WestBengal Assembly Election2021- রাত পোহালেই পঞ্চম দফার নির্বাচন, কড়া নিরাপত্তার মাঝে Covid বিধি মেনে চলছে চূড়ান্ত প্রস্তুতি
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ রাত পোহালেই পঞ্চম দফার নির্বাচন। তার আগে জেলায় জেলায় ভোট গ্রহণের চূড়ান্ত প্রস্তুতি চলছে।উত্তর ২৪ পরগনা জেলার ৩৩ টি বিধানসভা কেন্দ্রের মধ্যে পঞ্চম দফায় ভোট গ্রহণ হবে ১৬ টি বিধানসভা কেন্দ্রে। ১৭ এপ্রিল সকাল ৭ টা থেকে সন্ধ্যে ৬.৩০ পর্যন্ত এই ১৬ টি বিধানসভা কেন্দ্রে ভোট গ্রহণ করা হবে।
শুক্রবার সকাল থেকে বিভিন্ন ভোট কেন্দ্র থেকে ইভিএম মেশিন সংগ্রহ করে বুথে বুথে পৌঁছে যাবার জন্য ভোট কর্মীরা হাজির হয়েছেন। সুষ্ঠ ও অবাধ শান্তিপূর্ন নির্বাচন করতে ইতিমধ্যেই নির্বাচন কমিশন ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে।
বসিহাট মহাকুমার ৬ টি কেন্দ্রে ভোট গ্রহণ আগামীকাল। বসিরহাট হাই স্কুল, বসিরহাট কলেজ, মিনাখাঁ, বামুনপুকুর হাই স্কুল, হাড়োয়া পি জি হাই স্কুল থেকে ইভিএম ভিভিপ্যাট নিয়ে ভোটগ্রহণ কেন্দ্রের ভোট কর্মীরা ইতিমধ্যেই পৌঁছাতেই শুরু করেছেন।
সুন্দরবন লাগোয়া দুটি বিধানসভা হিঙ্গলগঞ্জ ও সন্দেশখালি ভোট কর্মীরা পৌঁছে গেছে। এবার উল্লেখযোগ্যভাবে মহিলা ভোট কর্মীরাও ২০২১ এর বিধানসভা নির্বাচনে অংশগ্রহণ করছেন।
নন্দীগ্রাম থেকে শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনী ও কমিশনের ভূমিকার সমালোচনা মমতার
করোনা সচেতনতা বার্তা দেওয়া হচ্ছে বারংবার। পর্যাপ্ত পরিমাণে স্যানিটাইজার, মাস্ক, সামাজিক দূরত্ব বিধি মেনে নির্বাচন হতে চলেছে তা আজকের ছবিতেই স্পষ্ট ধরা পরল।
বসিরহাট উত্তরে মোট বুথ – ৩৭৮। মোট ভোটার – ২৬৭২৬৪। তার মধ্যে পুরুষ ভোটার – ১৩৭১৭৩ ও মহিলা ভোটার – ১৩০০৮৬ এবং তৃতীয় লিঙ্গের ভোটার – ৫।
বসিরহাট দক্ষিণে মোট বুথ – ৩৮৫। মোট ভোটার – ২৭৫৪৬৬। তার মধ্যে পুরুষ ভোটার – ১৩৯০১৫ ও মহিলা ভোটার – ১৩৬৪৪৪ এবং তৃতীয় লিঙ্গের – ৭।
মিনাখাঁর মোট বুথ – ৩২৪। মোট ভোটার – ২৩৬১৮২। পুরুষ ভোটার – ১২২২৯৯। মহিলা ভোটার – ১১৩৮৮০। তৃতীয় লিঙ্গের ভোটার – ৩
হাড়োয়ার মোট বুথ – ৩৬৫। মোট ভোটার – ২৫৮৭৬৮। পুরুষ ভোটার – ১৩৩৫৯৮। মহিলা ভোটার – ১২৫১৬৬। তৃতীয় লিঙ্গের ভোটার – ৪।