সমালোচনার সঙ্গে পরামর্শও, প্রথম বক্তৃতাতেই সকলকে মন্ত্রমুগ্ধ করলেন অশোক লাহিড়ি
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ বাম আমলে ঘাটতি শূন্য বাজেট পেশ করে বহুবার বিরোধীদের সমালোচনার মুখে পড়েছেন তত্কালীন অর্থমন্ত্রী অসীম দাশগুপ্ত। তথ্য ও পরিসংখ্যান নিয়ে অর্থনীতির পণ্ডিত অসীম দাশগুপ্তর বিরুদ্ধে ‘জাগলারি’র অভিযোগ তুলত বিরোধীরা। তৃণমূল আমলে অমিত মিত্র অর্থমন্ত্রী হওয়ার পর বহুবার বাম আমলের বিভিন্ন আর্থিক বিষয় নিয়ে প্রশ্ন তুলেছেন।
কিন্তু অর্থমন্ত্রী হিসাবে তিনি বিধানসভার অন্দরে অর্থমন্ত্রী হিসাবে তিনি এক দশক ছিলেন নিষ্কন্টক। কারণ ধারে ও ভারে তাঁর সমান অর্থনীতির কোন বোদ্ধা ছিলনা বিপক্ষ শিবিরে। কাজেই অর্থনীতির যুক্তিতে অমিত মিত্রকে চ্যালেঞ্জ করা বা মাত্ করার মতো কোনও হাতিয়ার ছিলনা বিরোধীদের হাতে। কিন্তু এবার বিধানসভায় সেই ছবি বদলে গেছে।
বিজেপির টিকিটে বালুরঘাট থেকে জিতে বিধানসভায় এসেছেন বিশিষ্ট অর্থনীতিবিদ অশোক লাহিড়ি। পঞ্চদশ অর্থ কমিশনের সদস্য, ভারত সরকারের প্রাক্তন অর্থনৈতিক উপদেষ্টা অশোকবাবু ধারে ও ভারে কোনও অংশে কম নন অমিত মিত্রর থেকে। এবার অমিত মিত্রর লেখা রাজ্য বাজেটকে কাটাছেঁড়া করতে সেই অশোক লাহিড়িকেই মাঠে নামিয়েছে প্রধান বিরোধী দল বিজেপি।
জেলায় সংক্রমন রুখতে করোনার ভ্যাকসিনের দ্বিতীয় ডোজে জোর রাজ্যের
বুধবার অমিত মিত্রর অনুপস্থিতে বিধানসভায় ২০২১-২২ আর্থিক বছরের বাজেট পেশ করেন পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এরপর বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারি অশোক বাবুকে পাশে নিয়েই বাজেট সম্পর্কে তাঁদের প্রতিক্রিয়া জানান। বৃহস্পতিবার অধিবেশনে বাজেট নিয়ে আলোচনাতেও শুভেন্দু নিজের বদলে এগিয়ে দেন অর্থনীতিবিদ অশোক লাহিড়িকে। যিনি প্রথম বক্তব্যেই নিজের শানিত যুক্তি ও বাগ্মীতার গুণে শাসক বিরোধী সকলের মন কেড়ে নিয়েছেন।
ইদানিং বিধানসভায় নিরন্তর শাসক বিরোধী আকচা আকচি দেখতে অভ্যস্থ সকলে। বিধানসভায় বক্তৃতার মান নেমে যাচ্ছে বলেও একাধিকবার উদ্বেগ প্রকাশ করেছেন স্বয়ং স্পিকার। সেখানে এধরণের তথ্য বহুল এবং শ্রুতীমধুর বক্তৃতা একঝলক ঠাণ্ডা বাতাস বইয়ে দিয়েছে বলে মনে করছেন শাসক বিরোধী সকলেও।
বাজেটের ফাঁকফোকর নিয়ে একাধিক কথা বললেও অশোকবাবুর বক্তব্যে সমালোচনার পাশাপাশি পরামর্শের সুরটাই ছিল চড়া। এমনকি উন্নয়মন প্রস্ঙ্গে বিগত বাম আমলের থেকে তৃণমূল কংগ্রেসের আমল কে এগিয়ে রেখে প্রকারান্তরে প্রশংসাই করেছেন তিনি। তাই সরকার পক্ষের সদস্যদেরও দেখা গেছে আগাগোড়া চুপ করে বসে মনযোগ দিয়ে অশোক বাবুর বক্তব্য শুনতে।