মধ্যরাতের অধিবেশনে শিলমোহর রাজ্যপালের ! মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে মিলল রফাসূত্র

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ রাত দুটোর সময় রাজ্য বিধানসভার অধিবেশন ডাকলেন রাজ্যপাল জগদীপ ধানখড়। ৭ মার্চ রাত্রি দুটোয় বিধানসভার বাজেট অধিবেশনের সূচনা হবে বলে বৃহস্পতিবার ট্যুইট করে জানিয়েছেন তিনি। যদিও রাজ্যপালের দাবি মন্ত্রিসভার সুপারিশ মেনেই ওই সময় অধিবেশন ডেকেছেন তিনি।

বিধানসভার অধিবেশন নিয়ে আলোচনা করতে মুখ্যসচিব হরি কৃষ্ণ দ্বিবেদীকে এদিন তলব করেছিলেন রাজ্যপাল। কিন্তু এদিন তিনি সেখানে যাননি। এর পরেই রাজ্যপাল টুইট করেন, ‘মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী ৭ মার্চ রাত ২টোয় বিধানসভার অধিবেশন ডাকা হল। ওই সময়ে বিধানসভার অধিবেশন শুধু ব্যতিক্রমী নয় ঐতিহাসিক। কিন্তু এটাই সরকারের সিদ্ধান্ত।

পরে আরও একটি টুইট করে মধ্যরাতে অধিবেশন ডাকার ব্যাখ্যা দেন রাজ্যপাল। সেই টুইটে রাজ্যপাল লেখেন, ‘মধ্যরাতের অধিবেশনের সময় এর সময় নির্ধারণের অস্বাভাবিকতা লক্ষ করেই মুখ্যসচিবকে জরুরি ভিত্তিতে তলব করা হয়েছিল। মুখ্যসচিবের সঙ্গে আলোচনা করতে না পারায় মন্ত্রিসভার সিদ্ধান্ত গ্রহণ করেছি।

স্বাস্থ্য ক্ষেত্রে বিনিয়োগের সম্ভাবনা ইমামি গোষ্ঠীর হাত ধরে

রাজনৈতিক এবং প্রশাসনিক মহলের মতে এরাজ্যের ইতিহাসে সন্ধ্যার পর অধিবেশন বসার নজির থাকলেও মধ্যরাতে অধিবেশন বসার কোনও নজির নেই।

এপ্রসঙ্গে রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় বলেন,” আমার মনে হয় এটা টাইপের ভুল। ওনার সংশয় থাকলে মন্ত্রিসভার কারো সঙ্গে কথা বলতে পারতেন।আগেও রাজ্যপাল ছিলেন। কিন্তু, কোনও দিন কোনও রাজ্যপালকে নিয়ে এমন পরিস্থিতি ফেস করতে মার্চ থেকে বিধানসভা হওয়ার কথা। সেটা রাজ্যপাল জানেন। মুখ্যমন্ত্রী মন্ত্রিসভার মুখ। ফলে তিনি যখন ফাইল পাঠিয়েছিলেন তখন কেন গ্রহণ করলেন না, জানি না।তিনি আরও বলেন, ‘‘যদি নতুন সমন আমার কাছে না আসে তাহলে আমাকে রাতেই অধিবেশন ডাকতে হবে।’’

নবান্ন সূত্রের খবর ওই ভুল সম্পর্কে অবহিত করতে এদিন বিকেলে রাজ্যপালকে ফোন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানিয়ে দেন, টাইপের ভুলেই দুপুর ২টোর বদলে রাত ২টো হয়ে গিয়েছিল প্রস্তাবে। ২৮ তারিখ মন্ত্রিসভার পরবর্তী বৈঠক ডেকে ওই ভুল শুধরে নেওয়ার জন্য পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

সম্পর্কিত পোস্ট