আজ থেকে শুরু অধিবেশন, মন্ত্রিসভার অনুমোদিত ভাষণই পাঠ করবেন তো রাজ্যপাল?

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ করোনা আবহে সপ্তদশ বিধানসভার বাজেট অধিবেশন আজ থেকে শুরু হচ্ছে। বিধানসভার কার্য উপদেষ্টা কমিটির আলোচনা অনুসারে স্থির হয়েছে, আজ দুপুর ২টায় রাজ্যপালের অভিভাষনের মধ্য দিয়ে অধিবেশনের সূচনা হবে। এরপর আজ বিধানসভার উপাধ্যক্ষ  নির্বাচন করা হবে।

প্রথা হচ্ছে, মন্ত্রিসভা যে ভাষণ লিখে দেয়, তা পাঠ করেন রাজ্যপাল। আর তা দিয়েই শুরু হয় বিধানসভার অধিবেশন। উল্লেখ্য, ২০২০ সালের বাজেট অধিবেশনে প্রারম্ভিক ভাষণ যা রাজ্য মন্ত্রিসভা অনুমোদিত হয়ে রাজ্যপালের কাছে যায়, রাজ্যপালের তা পড়ার কথা থাকলেও তিনি কি আদৌ তা করবেন? তা নিয়ে প্রশ্ন উঠেছিল। কিন্তু সেবার রাজ্যপাল তা করেননি। মন্ত্রিসভার অনুমোদিত ভাষণই তিনি পাঠ করেন।

এখন সবচেযে বড় প্রশ্ন, এবার রাজ্য বনাম রাজ্যপাল সংঘাত চরমে। রাজ্যপালের রোষাণল থেক বাদ যাননি স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। এখন প্রশ্ন প্রথা অনুযায়ী রাজ্য মন্ত্রিসভার লিখিত ভাষণ পাঠ করেই অধিবেশন শুরু করবেন রাজ্যপাল জগদীপ ধনখড়? নাকি তাতে সহমত হবেন না?

ফের উপত্যকার আকাশে পাক ড্রোনের উপস্থিতি!

রামপুরহাটের তৃণমূল কংগ্রেস বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়ের নাম নতুন উপাধ্যক্ষ হিসাবে প্রস্তাব করা হয়েছে। বিরোধী দল বিজেপি ডেপুটি স্পিকার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে না বলে জানিয়েছে। ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতাতেই আশিস বন্দ্যোপাধ্যায় ডেপুটি স্পিকার হচ্ছেন।

এদিকে করোনা অতিমারীর কারণে পারস্পরিক দূরত্ব বিধি বজায় রেখে অধিবেশন কক্ষের আসন বিন্যাস বদল করা হয়েছে। তাই গভর্নর্স গ্যালারি দর্শকদের জন্য বরাদ্দ। দোতলার গ্যালারি সাংবাদিকদের জন্য নির্ধারিত। সেখানেও বিধায়কদের বসার ব্যাবস্থা করা হয়েছে। এদিকে বিধানসভার বাজেট অধিবেশনে প্রত্যেক সদস্যের উপস্থিতি বাধ্যতামূলক করে তৃণমূল কংগ্রেস পরিষদীয় দল হুইপ জারি করেছে।অধিবেশন চলবে ৮ জুলাই পর্যন্ত। ২০২১-২০২২ সালের রাজ্যের বাজেট পেশ হবে আগামী ৭ জুলাই।

সম্পর্কিত পোস্ট