সিপিএম সরণিতে বিজেপি নেতা তথাগত রায়, দলবদলুদের মল মূত্রের সঙ্গে তুলনা

দ্য কোয়ারি ডেস্ক: নির্বাচনের আগে তৃণমূল থেকে বিজেপিতে নাম লিখিয়েছিলেন একঝাঁক নেতা। কেউ কেউ বিরাট হেভিওয়েট হলেও ভোট যুদ্ধের ময়দানে কার্যত হেরে গিয়েছেন। অনেকেই আবার ফলাফল প্রকাশের পর মন বদল করে ফেলেছেন। শুরু হয়ে গিয়েছে ঘরে ফেরার তাগাদা।

দলের বেসুরো নেতাদের নিয়ে সম্প্রতি বার্তা দিয়েছেন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তাঁর কথায় “যারা দলের সঙ্গে মানিয়ে নিতে পারছেন না সেটা সংশ্লিষ্ট ব্যক্তির সমস্যা, দলের নয়।”

বিজেপি নেতা তথাগত রায় অবশ্য চাঁচাছোলা ভাষাতেই বরাবর আক্রমণ করেছেন বিজেপির রাজ্য এবং কেন্দ্রীয় নেতৃত্বদের। তবে এবার বিজেপি থেকে তৃণমূলের ফিরে যাওয়া নেতাদের কটাক্ষ করতে গিয়ে প্রয়াত বামনেতা হরেকৃষ্ণ কোঙারের শরণাপন্ন হয়েছেন তিনি।

সাল 1964। ভাঙছে কমিউনিস্ট পার্টি। সেসময় রাজনীতিতে এক সংকটময় পরিস্থিতি তৈরি হয়েছিল। দলের কর্মীদের মনোবল যাতে না ভাঙ্গে সেদিকে লক্ষ্য রেখেই হরেকৃষ্ণ কোঙার বলেছিলেন ” মলমূত্র ত্যাগ করলে সবাই দুর্বল হয় না, সবল হয়। ”

এবার সেই পথেরই পথিক হতে দেখা গেল বিজেপি নেতা তথাগত রায়কে। এক কথায় বলা যেতে পারে , দলের কর্মীদের মনোবল ভাঙতে

রাজনৈতিক মহলের একাংশের লোকসভা নির্বাচনের আগে মুকুল রায় তৃণমূলের গড়ে ভাঙন ধরিয়েছিলেন। এক লাফে 2 থেকে 18 টি বিজেপি। 2021 এর বিধানসভা নির্বাচনের শুভেন্দু অধিকারী বিজেপিতে। তার হাত ধরে তৃণমূলের সাংসদ বিধায়ক এবং মন্ত্রীরা দলে দলে যোগ দিতে শুরু করেন গেরুয়া শিবিরে। মোহো ভঙ্গ হতে বেশি সময় লাগেনি। আজই ফের এক ঝাঁক নেতা নিয়ে তৃণমূলে ফিরছেন মুকুল। দীর্ঘ সাড়ে তিন বছর পর মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখোমুখি হবেন তিনি। সেই ক্লাইমেক্সের জন্যই অপেক্ষা করছে আমজনতা।

তবে এই প্রথম নয় এর আগেও তথাগত রায় বারবার টুইট করে আক্রমণ করেছেন রাজ্য নেতৃত্বকে। তবে এখন তথাগত রায় টুইটের থেকেও সকলের নজর রয়েছে তৃণমূল ভবনের দিকে। আর কিছুটা সময়ের অপেক্ষা তারপরেই বঙ্গ রাজনীতির সমীকরণ বদলাতে শুরু করবে চাণক্যের চালে। নিঃসন্দেহে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিজেপি ফিনিশ করতে ঝাঁপিয়ে পড়বেন মুকুল রায়।

সম্পর্কিত পোস্ট