Westbengal Budget 2022 : রাজ্যপালকে এড়িয়েই বাজেট অধিবেশন ডাকার তোড়জোড়

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ বিধানসভার অধিবেশন ( Westbengal Budget 2022 ) ডাকা নিয়ে রাজ্যপালের ভূমিকায় অসন্তুষ্ট রাজ্য সরকার।এবার রাজ্যপালকে এড়িয়েই বিধানসভার আসন্ন বাজেট (  Westbengal Budget 2022 ) অধিবেশন ডাকার তোড়জোড় শুরু করেছে নবান্ন।এমনটাই খবর প্রশাসনিক সূত্রের।

অধিবেশন ( Westbengal Budget 2022 ) সংক্রান্ত প্রস্তাব সম্বলিত ফাইল রাজ্যপাল ধানখড় ফেরত পাঠিয়ে দেওয়ায় রাজ্য সরকার অধিবেশন ডাকতে একটি প্রস্তাব গ্রহণ করার বিষয়ে উদ্যোগী হয়েছে বলে জানা গিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পৌরহিত্যে সোমবার নবান্নে প্রস্তাবিত রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই সংক্রান্ত একটি প্রস্তাব গ্রহণ করা হতে পারে।

International Mother Language Day : ভাষা দিবসের দিন পশ্চিমবঙ্গের বাঙালির আত্মানুসন্ধান!

এরপরে রাজ্যের তরফে পুনরায় বাজেট অধিবেশনের অনুমতি চেয়ে রাজভবনে আবার ফাইল পাঠানো হবে। এছাড়াও বৈঠকে শিল্প এবং কয়েকটি দপ্তরে শূন্য পদে নিয়োগ সংক্রান্ত বেশ কয়েকটি প্রস্তাব অনুমোদন হতে পারে বলে সূত্রের খবর।

Westbengal Budget 2022
mamata banerjee vs dhankhar রাজ্যপালকে ব্লক করলেন মমতা

Westbengal Budget 2022

জানা গিয়েছে আসানসোলের রূপনারায়ণপুরে বন্ধ হয়ে পড়ে থাকা হিন্দুস্তান কেবলসের জমি অধিগ্রহণ করতে চায় রাজ্য সরকার । নবান্ন সূত্রে খবর, সোমবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এ নিয়ে আলোচনা হবে।
হিন্দুস্তান কেবলসের ৯৪৭ একর জমি কার্যত আস্তাকুঁড় হয়ে পড়ে রয়েছে। ইতিমধ্যেই ওই জমির সমীক্ষার দায়িত্ব দেওয়া হয়েছিল ভূমি ও ভূমি রাজস্ব দফতরকে। সেই রিপোর্ট জমাও পড়েছে।

হিন্দুস্তান কেবলস কেন্দ্রীয় সরকারের ভারী শিল্প মন্ত্রকের অধীনস্ত ছিল। ২০১৪ র ভোটে এই কারখানা খোলার প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি। কাজ না হওয়ায় আসানসোলের প্রাক্তন বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয়কে ওইসব এলাকায় একাধিকবার বিক্ষোভের মুখেও পড়তে হয়েছিল। কিন্তু এবার জমি নিজেদের হাতে নিতে চাইছে রাজ্য সরকার। এ ব্যাপারে প্রয়োজনীয় কী পদক্ষেপ করা যায় তা নিয়েই আলোচনা হবে সোমবারের বৈঠকে।

সম্পর্কিত পোস্ট