না জানিয়েই জল ছাড়ছে DVC, শনিবার আকাশপথে এলাকা পরিদর্শনে মুখ্যমন্ত্রী

দ্য কোয়ারি ডেস্ক : পুজোর আগে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অংশে ফের বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার জন্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ডিভিসি-র বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। যথা সময়ে খাল এবং বাঁধ সংস্কার না করার জন্য ঝাড়খণ্ড সরকারের বিরুদ্ধেও তিনি অসন্তোষ প্রকাশ করেন।

এক বেসরকারি টিভি চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, গতকাল গভীর রাতে রাজ্য সরকারকে কিছু না জানিয়েই রাত তিনটের সময় না জানিয়ে জল ছাড়ছে ডিভিসি৷ এভাবে পুজোর আগে বাংলায় বন্যা পরিস্থিতি তৈরির চেষ্টা করা হচ্ছে বলেও তিনি অভিযোগ করেছেন। তিনি এই বন্যাকে ম্যানমেড বলে আখ্যা দেন।

মুখ্যমন্ত্রী জানিয়েছেন, শনিবার আকাশপথে তিনি বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলির বন্যা পরিস্থিতি খতিয়ে দেখবেন।

উল্লেখ্য ঝাড়খণ্ডে প্রবল বৃষ্টির জেরে ডিভিসি তাদের বিভিন্ন বাঁধ থেকে জল ছাড়ার পরিমাণ বাড়িয়েছে। পরশুদিন রাত থেকে মোট ২ লক্ষ ৭৫ হাজার কিউসেক জল ছাড়া হয়েছে বলে খবর৷

সম্পর্কিত পোস্ট