রাজ্যে করোনা আক্রান্ত হয়ে আরও ৭ জনের মৃত্যু, মৃত বেড়ে ৭২
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ বিগত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়ে আরও সাতজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আরও ৯২ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে রাজ্যের স্বাস্থ্য দফতর জানিয়েছেন।
ফলে এই মুহূর্তে রাজ্যের সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১,১০১ জন।
এখনও পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল ১,৫৪৮। এখনও পর্যন্ত ২৯৬ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন।
লকডাউনে ঘরবন্দিদের হাতে অনলাইনে কলকাতা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি
বৃহস্পতিবার সান্ধ্য বুলেটিনে এমনটাই স্বাস্থ্য দফতরের তরফে জানানো হয়েছে। যে ভাবে করোনা সংক্রমণের হার বাড়ছে তা যথেষ্ট উদ্বেগের বলেই মনে করা হচ্ছে।
প্রসঙ্গত, বুধবার বাংলায় নোভেল করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ছিল ১৪৫৬। একদিকে যেমন আক্রান্তের সংখ্যা বেড়েছে তেমনি বাড়ে করোনায় মৃতের সংখ্যাও।
বুধবার পর্যন্ত রাজ্যে করোনায় মৃতের সংখ্যা বেড়ে হয় ৭২। নবান্নে সাংবাদিক বৈঠকে এমনটাই জানান রাজ্যের স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। শেষ ২৪ ঘন্টায় সংখ্যা আরও বেড়ে গিয়েছে। সংক্রমণ এবং মৃতের সংখ্যা, দুটিই বেড়েছে বলে জানা যাচ্ছে।