রাজ্যের শিক্ষা কমিশনার অরূপ সেনগুপ্ত

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ রাজ্য সরকার স্কুল শিক্ষা কমিশনার হিসেবে অরূপ সেনগুপ্তকে নতুন দায়িত্ব দিয়েছে। তিনি বর্তমানে উচ্চ শিক্ষা দপ্তরের বিশেষ কমিশনার পদে নিযুক্ত রয়েছেন। উল্লেখ্য অনিন্দ্য নারায়ন বিশ্বাস অবসর নেওয়ার পরে স্কুল শিক্ষা কমিশনারের পথটি ফাঁকা ছিল। পরবর্তী স্থায়ী নিয়োগ না হওয়া পর্যন্ত অরুপবাবু এই দায়িত্ব পালন করবেন বলে জানানো হয়েছে।অতিরিক্ত কাজের চাপ কমাতেই এই সিদ্ধান্ত বলে জানা গিয়েছে প্রাথমিক ভাবে।

এর আগে এই দায়িত্ব সামলেছেন শুভ্র চক্রবর্তী। তিনি আইএএস অফিসার। স্কুল শিক্ষা কমিশনার ও সমগ্র শিক্ষা মিশনের রাজ্য অধিকর্তার দায়িত্বে ছিলেন তিনি। গত বুধবার তাঁকে দেওয়া হয় এসএসসি চেয়ারম্যানের দায়িত্ব। এই ৩ টি গুরুত্বপূর্ণ দফতরের চাপ কমাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্যের শিক্ষা কমিশনার করা হয়েছে অরূপ সেনগুপ্তকে।

দ্বিধাবিভক্ত উত্তর ২৪ পরগণার ঘাসফুল নেতারা, সম্বন্বয় বৈঠক করে প্রায়শ্চিত্ত অর্জুনের

উল্লেখ্য, শিক্ষা দফতরে ব্যাপক রদবদল করছে রাজ্য। এ বিষয়ে বিশেষ নজর দিয়েছেন শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু। উল্লেখ্য, সম্প্রতি রাজ্যের স্কুল শিক্ষা কমিটিতে এই রদবদল হয়েছে রাজ্যের শিক্ষামন্ত্রীর ব্রাত্য বসুর নির্দেশে। পুরানো কমিটি ভেঙে গঠিত হয়েছে নতুন কমিটি। জানা গিয়েছে, নয়া কমিটির মেয়াদ থাকবে ১ বছর। প্রতিটি বিষয়ের জন্য থাকছেন একজন করে বিশেষজ্ঞ। তাঁরাই একএকটি বিষয়ের মেন্টর। জানা গিয়েছে এই কমিটিতে রয়েছেন নিট, কলকাতা বিশ্ববিদ্যালয় ও যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক।

সম্পর্কিত পোস্ট