কিছুক্ষণ পরেই শুরু হবে ভোট গ্রহণ, ৩ কেন্দ্রে মোতায়েন অতিরিক্ত কেন্দ্রীয় বাহিনী
দ্য কোয়ারি ওয়েবডেস্ক: হাতে আর মাত্র কিছু সময়। তারপরই শুরু দুটি কেন্দ্রের নির্বাচন এবং ভবানীপুর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন। মেগা লড়াই হতে চলেছে আজ ভবানীপুরে। মনে করছেন রাজনৈতিক দলের একাংশ। ভবানীপুরেই শেষ দিনের প্রচারকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি।
সেকথা মাথায় রেখেই শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে শেষমুহুর্তে আরও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে তিন কেন্দ্রেই। ভবানীপুরে জন্য বরাদ্দ করা হয়েছে আরও ২০ কোম্পানি। বুধবার রাতেই এলাকায় পৌঁছে গিয়েছে অতিরিক্ত বাহিনী।
ঝুঁকি নিতে নারাজ কমিশন। ভবানীপুর, জঙ্গিপুর ও সামশেরগঞ্জে ইতিমধ্যেই ৫২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। যার মধ্যে ১৫ কোম্পানি থাকবে ভবানীপুরে।
কমিশন সূত্রে খবর, বিরোধীদের দাবি মেনে মমতার বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্রে আরও ২০ কোম্পানি বাহিনী পাঠানো হয়েছে। ফলে সবমিলিয়ে দাঁড়াল ৩৫ কোম্পানি। বাহিনী আরও বাড়ানো হচ্ছে মুর্শিদাবাদের জঙ্গিপুর ও সামশেরগঞ্জেও।
ভবানীপুরে উপনির্বাচনের ২৪ ঘণ্টার আগে ফের শাষক শিবিরের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ নিয়ে কমিশনের দ্বারস্থ বিজেপি। অভিযোগ, ভোটের আগে এলাকায় প্রচুর বহিরাগতকে ঢোকানো হয়েছে।
সূত্রের খবর, কোন কোন হোটেল ও গেস্ট হাউসে বাইরের লোকেদের রাখা হয়েছে, সেই তালিকাও কমিশনকে দিয়েছেন বিজেপি নেতারা। অবিলম্বে ওইসব হোটেল ও গেস্ট হাউসে তল্লাশির দাবি জানিয়েছেন তাঁরা।
গেরুয়া শিবিরের তরফ থেকেসাফ জানিয়ে দেওয়া হয়েছে বৃহস্পতিবার ভোটের দিন সকাল থেকে হেস্টিংস অফিসে বিজেপিরা নেতারা অপেক্ষায় থাকবেন। বুথ দখল যদি ঠেকানো না যায়, তাহলে কমিশনে বিক্ষোভ দেখানো হবে।