আরও কঠোর সরকার, মানুষের ‘দুয়ারে রেশন’ পৌঁছতেই হবে; অন্যথায় ডিলারদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ করোনা রুখতে কঠোর বিধি-নিষেধ জারি থাকলেও গরীব মানুষের দোরগোড়ায় খাদ্য সামগ্রী পৌঁছে দিতে চালিয়ে যাওয়া হবে দুয়ারে রেশন প্রকল্প। রেশন ডিলারদের প্রকল্প বন্ধ রাখার আবেদনের প্রেক্ষিতে স্পষ্ট ভাবে একথা জানিয়ে দিল রাজ্য সরকার।
এই প্রকল্প ‘অত্যাবশ্যকীয়’বলে ঘোষণা করে কোভিড পরিস্থিতিতেও চালিয়ে যাওয়া হবে বলে জানিয়ে দিয়েছে রাজ্যের খাদ্য দফতর। পাশাপাশি রেশন কার্ডে বায়োমেট্রিক লিংকের কাজেও কোনও বিধিনিষেধ থাকবে না বলে জানানো হয়েছে।
এই বিষয়ে খাদ্য দফতরের সচিব পারভেজ সিদ্দিকি বলেন, ‘লকডাউনের সময়ও রেশন পরিষেবা বন্ধ করা হয়নি। রেশন পরিষেবা চালু না থাকলে সাধারণ মানুষ তো খেতে পারবেন না। আর দুয়ারে রেশন ব্যবস্থা তো স্বাস্থ্যকর। আর দুয়ারে রেশন প্রকল্পের অধীনে কোনও ব্যক্তিকেই এক জায়গায় বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে না। তাই জমায়েত হবে না।
করোনাকে বাড়তে দিয়ে এখন কড়াকড়ি, আমজনতাকে ভাতে মারার ব্যবস্থা করল সরকার!
প্রকল্পের গাড়ি থাকবে খোলা জায়গায়। যাঁরা রেশন নেবেন, তাঁরা সেখানে এসে নিয়ে চলে যাবেন। মানুষকে অত্যাবশ্যকীয় পরিষেবা দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্প চালু করেছেন। তাই কোনও রেশন প্রকল্পই বন্ধ করা হবে না।’
গত ১৬ নভেম্বর থেকে শুরু হয়েছে দুয়ারে রেশন প্রকল্প। তার আগে হয়েছিল পাইলট প্রজেক্ট। এই প্রকল্প নিয়ে শুরু থেকেই রেশন ডিলারদের নানা অভিযোগ ছিল।এবার কোভিড পরিস্থিতি এবং তার পরিপ্রেক্ষিতে জারি হওয়া কঠোর বিধি নিষেধের কারণ দেখিয়ে দুয়ারে রেশন প্রকল্প আপাতত স্থগিত রাখার দাবি তুলেছিলেন রেশন ডিলাররা। কিন্তু তাদের সেই আবেদন কে মান্যতা দিল না রাজ্য সরকার।