আজ ভোট, বাংলার পাশাপাশি নজর উত্তরপ্রদেশের দিকেও
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ ছুটির নয়, এই রবিবার ভোটের দিন। রাজ্যের প্রায় প্রতিটি জেলায় ভোট হচ্ছে। ১০৮ পুরসভার মোট ২,১৭১ টি ওয়ার্ডে ভোট হবে। শাসক তৃণমূল বেশকিছু ওয়ার্ড বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে না গেলে ভোট হওয়া ওয়ার্ডের সংখ্যা আরও বাড়ত। এদিনেই আবার উত্তরপ্রদেশের পঞ্চম দফার নির্বাচন।
কলকাতা ছাড়াও পশ্চিম বর্ধমান ও কালিম্পং জেলায় কোনও ভোট হচ্ছে না। রাজ্যের বাকি জেলাগুলির কোথাও না কোথাও নির্বাচন হচ্ছে। এরমধ্যে সংখ্যার নিরিখে সবচেয়ে বেশি পুরসভা আছে উত্তর ২৪ পরগনায়। সেখানকার ২৫ টি পুরসভায় নির্বাচন হচ্ছে। এরপরই আছে হুগলি জেলা।
ইতিমধ্যেই ভোটগ্রহণ শুরু হয়েছে। তবে ১০৮ টি পুরসভার মধ্যে বীরভূমের সিউড়ি ও সাঁইথিয়া, কোচবিহারের দিনহাটা এবং দক্ষিণ ২৪ পরগনার বজবজ, এই ৪ টি পুরসভা ইতিমধ্যেই শাসক তৃণমূল কংগ্রেস বিনা প্রতিদ্বন্দিতায় জিতে গিয়েছে।
এদিকে বীরভূমের ৫ টি পুরসভার মধ্যে ২ টি পুরসভায় আগে তৃণমূল ক্ষমতা দখল করেছে বাকি তিনটি পুরসভাতেও বেশ কিছু ওয়ার্ড বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছে তারা। সব মিলিয়ে এই জেলার পাঁচটি পুরসভার মাত্র ৪৭ টি ওয়ার্ডে ভোট হবে। বলা যায় অনুব্রত মণ্ডলের জেলায় ফের বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেতার হিড়িক তৃণমূল প্রার্থীদের মধ্যে।
Russia-Ukraine Conflict : যুদ্ধ বিধ্বস্থ ইউক্রেন থেকে ফিরছেন পড়ুয়ারা
এদিকে হঠাৎই সিপিএমের মহিলা প্রার্থীর মৃত্যু হওয়ায় ভাটপাড়ার একটি ওয়ার্ডে নির্বাচন হচ্ছে না। পাশাপাশি এই প্রচার পর্বে বারবার শিরোনামে উঠে এসেছে ব্যারাকপুর শিল্পাঞ্চল। তাই সেখানকার পুরসভাগুলিতে ভোট কেমন হয় সেদিকে সারাদিন নজর থাকবে।
আজই আবার উত্তরপ্রদেশের পঞ্চম দফার নির্বাচন। ১১ টি জেলার মোট ৬১ টি আসনে ভোট হচ্ছে। ‘রাম জন্মভূমি’ অযোধ্যায় আজ ভোট। তবে এবার রাম মন্দির ফ্যাক্টর কতটা কাজ করবে তা নিয়ে সংশয় আছে। আগের নির্বাচনে এই ৬১ টি কেন্দ্রের মধ্যে ৪৭ টি তেই জয়ী হয়েছিল বিজেপি।
শরিক আপনা দল পেয়েছিল ৩ টি আসন। সমাজবাদী পার্টি ৫, বহুজন সমাজবাদী পার্টি ৩, কংগ্রেস ১ ও নির্দল ২ টি আসনে জয়ী হয়। আজ ভাগ্য নির্ধারণ হবে সে রাজ্যের একাধিক হেভিওয়েট মন্ত্রীর। উপমুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য, সিদ্ধার্থনাথ সিংদের কেন্দ্রে আজই ভোট।