আজই তৃণমূলে যোগ দিচ্ছেন মুকুল রায়: বিশেষ সূত্র

দ্য কোয়ারি ডেস্ক : সম্ভবত আজই তৃণমূলে যোগ দিতে চলেছেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি মুকুল রায়। এমনটাই জানা গিয়েছে মুকুল রায়ের ঘনিষ্ঠ মাধ্যম সূত্রে।

সূত্র মারফত খবর পাওয়া গিয়েছে যে প্ল্যানমাফিক তিনি এগোচ্ছিলেন সবকিছু ঠিক থাকলে আজ বিকেলে তৃণমূল ভবনে হাজির হবেন বঙ্গ রাজনীতির চাণক্য। থাকতে পারেন শুভ্রাংশু রায়। তবে আর কারা কারা থাকতে পারে সে বিষয়ে এখনও কিছু জানা যাচ্ছে না।

সম্প্রতি রাজ্য বিজেপির কোর কমিটির বৈঠকে উপস্থিত ছিলেন মুকুল রায়। তখন থেকেই শুরু হয় জল্পনা। তাহলে কি তৃণমূল তৃণমূলে ফেরার পথ তৈরি করছেন মুকুল? সে বিষয়ে অবশ্য তখনই কিছু আন্দাজ করা যায়নি।

শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দেওয়ার পর থেকেই ক্রমশ সরতে শুরু করেন মুকুল রায়।

বিধানসভা নির্বাচনে বিজেপির কার্যক্রম নিয়ে মোটেই খুশি ছিলেন না মুকুল রায়। ঘনিষ্ঠ মহলে তিনি আশঙ্কা প্রকাশ করেছিলেন যেভাবে বিজেপি এগোচ্ছে বঙ্গ বিজয়ের দিকে তাতে কখনোই এই জয় সম্ভব হবে না। বাস্তবে হয়েছেও তাই।

রাজনৈতিক মহলের মতে, একসময় শুভেন্দু অধিকারীর দাপটে তৃণমূল ছেড়েছিলেন মুকুল রায়। সেসময় মুকুল রায় এবং শুভেন্দু অধিকারী ঠান্ডা লড়াই প্রকাশ্যে চলে আসায় ব্যাটন ধরেছিলেন খোদ তৃণমূল সুপ্রিমো। তা সত্ত্বেও সে সময় ভাঙ্গন আটকানো যায়নি।

বিধানসভা নির্বাচনের আগে শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দেবার পর থেকেই প্রশ্ন উঠতে শুরু করে তাহলে আরও একবার 2017 সালের ক্লাইম্যাক্স এর পুনরাবৃত্তি হবে কিনা।

অবশেষে জল্পনার অবসান হলো বলে মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ। মুকুল রায় প্রত্যাবর্তনে আরো অনেকেই তৃণমূলে ফিরে আসতে পারেন শুধু বিধায়ক নয় সেই তালিকায় নাম লেখাতে পারেন অনেক সাংসদ।

বঙ্গ রাজনীতির চাণক্য ফের শিবির বদল করা নিঃসন্দেহে গেরুয়া শিবিরে বড় ভাঙ্গন ধরবে সন্দেহের অবকাশ নেই।

সম্পর্কিত পোস্ট