করোনার করাল গ্রাসে বন্ধ পুজো কার্নিভাল, মায়ের আরাধনায় ১১ দফা বিধিনিষেধ রাজ্যের

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ করোনার কোপে গতবছরের পর এবছর বন্ধ থাকছে রাজ্য সরকারের পুজো কার্নিভাল। রেড রোডে ওই বর্ণময় দুর্গা প্রতিমা নিরঞ্জনের মেগা শোভাযাত্রা থেকে এ বছরও বঞ্চিত থাকতে হচ্ছে রাজ্যের মানুষকে।

দুর্গাপুজোর মণ্ডপের কাছাকাছি কোনও মেলাও করা যাবে না বলে জানিয়ে দেওয়া হয়েছে। মঙ্গলবার করোনা আবহে দূর্গা পূজার আয়োজন করা নিয়ে গাইডলাইন প্রকাশ করেছে রাজ্য সরকার। মোট ১১ দফা গাইডলাইন প্রকাশ করা হয়েছে।

দেড় বছর ধরে বন্ধ স্কুল, পঠন-পাঠন ছাড়া ছন্নছাড়া শৃঙ্খলা

সেখানে বলা হয়েছে

  • প্রথমত, চারিদিক খোলা মণ্ডপ করতে হবে।
  • দ্বিতীয়ত, প্রবেশ এবং বেরনোর আলাদা জায়গা রাখতে হবে।
  • তৃতীয়ত, শারীরিক দূরত্ব বজায় রাখার জন্য মণ্ডপে যথেষ্ট জায়গা রাখতে হবে।
  • চতুর্থত, মণ্ডপে হ্যান্ড স্যানিটাইজার এবং মাস্কের ব্যবস্থা রাখা বাধ্যতামূলক।
  • পঞ্চমত, যত বেশি সম্ভব স্বেচ্ছাসেবককে মণ্ডপে রাখতে হবে। মাস্কে মুখ ঢাকতে হবে তাঁদেরও।
  • ষষ্ঠত, দর্শনার্থীদের পাশাপাশি তাঁদেরও মানতে হবে শারীরিক দূরত্ব।
  • সপ্তমত, পুজোর সময় অঞ্জলি, সিঁদুরখেলা বা দেবীবরণের মতো রীতিনীতিকে এবার ছাড় দেওয়া হয়েছে।
  • অষ্টমত, তবে ছোট-ছোট গ্রুপে মেটাতে হবে এই রীতি।
  • নবমত, মন্ত্রচ্চারণের সময় পুরোহিতদের মাইক্রোফোন ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।
  • দশমত, যাতে দূর থেকে সেই মন্ত্র শুনতে পান পুণ্যার্থীরা।
  • সর্বশেষ, অঞ্জলির ফুল বাড়ি থেকে আনার পরামর্শ দেওয়া হয়েছে।

সম্পর্কিত পোস্ট