মৃত ব্যক্তিদের রেশন কার্ড বাতিলে উদ্যোগী রাজ্য

দ্য কোয়ারি ওয়েবডেস্ক :  রেশন প্রাপকদের তালিকা থেকে মৃতদের নাম বাদ দিতে উদ্যোগী রাজ্য সরকার।অর্থ অপচয় রোখার পাশাপাশি রেশন প্রক্রিয়ায় আরও স্বচ্ছতা আনতে উদ্যোগী হল রাজ্যের খাদ্য দপ্তর।

সম্প্রতি দুয়ারে রেশন প্রকল্প কার্যকর করতে গিয়ে রেশন তালিকায় বহু মৃত ব্যক্তির নাম থেকে যাওয়ার বিষয়টি সামনে আসে। তারপরেই এই নিয়ে নড়েচড়ে বসেছে খাদ্য দপ্তর।

এবার থেকে প্রতি মাসে জন্ম-মৃত্যুর পঞ্জিকরণ দফতরের কাছ থেকে মৃতের তালিকা চেয়ে পাঠানো হয়েছে। একই সঙ্গে সমব্যথী প্রকল্পের উপভোক্তাদের তালিকাও তলব করা হয়েছে।

প্রতিবছর রেশন বাবদ রাজ্য সরকারের ভাঁড়ার থেকে খরচ হয় সাড়ে ৪ হাজার কোটি টাকা। নবান্ন সূত্রে খবর, মৃত ব্যক্তিদের নাম বাদ দিয়ে রেশন উপভোক্তাদের প্রকৃত তালিকা পেলে কমপক্ষে ৫০০ কোটি টাকা বাঁচবে সরকারের।

রাজ্যে আগেই চালু ছিল ১০ লক্ষ ৪০ হাজার রেশন কার্ড। ‘দুয়ারে সরকার’ ক্যাম্পের পর রাজ্যের রেশন গ্রহীতাদের সংখ্যা বেড়ে প্রায় ১০ লক্ষ ৬০ হাজার হতে পারে। খাদ্য দফতর সূত্রে খবর, রাজ্যে রেশন কার্ড সারেন্ডার করার সংখ্যা অত্যন্ত নগণ্য।

এত সংখ্যক কার্ড তাই বিশেষ বৈঠক করে একটি সিদ্ধান্তে পৌঁছেছে নবান্ন। বৃহস্পতিবার রাজ্যের তরফে নির্দেশ এবার থেকে প্রতি মাসে জন্ম-মৃত্যুর পঞ্জিকরণ দফতরের আধিকারিকদের মৃতের তালিকা পাঠাতে হবে রাজ্য সরকারের কাছে। জমা দিতে হবে সমব্যথী প্রকল্পের উপভোক্তাদের তালিকাও।

সমব্যাথী প্রকল্পের মাধ্যমে অভাবে মানুষদের শেষকৃত্যের জন্য অর্থ সাহায্য করা রাজ্য সরকার। তাই সমব্যথী প্রকল্পে থাকা মৃত ব্যক্তিদের তথ্য কেও রেশন কার্ড ঝারাই বাছাইয়ের ক্ষেত্রে হাতিয়ার করেছে সরকার।

সম্পর্কিত পোস্ট