ভারী বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ একাধিক এলাকা, পরিস্থিতি মোকাবিলায় ৬০০ রিলিফ ক্যাম্প

দ্য কোয়ারি ওযেবডেস্কঃ লাগাতার বৃষ্টিতে দক্ষিণবঙ্গের একাধিক জেলা বানভাসি। সেই রেশ কাটতে না কাটতেই রাজ্যজুড়ে বৃষ্টির ভ্রুকুটিতে জোড়া নিম্নচাপের পূর্বাভাসে প্রমাদ গুনছেন উপকূল এলাকার মানুষেরা। ইতিমধ্যে পরিস্থিতি সব রকম প্রস্তুতি সেরে ফেলতে চাইছে প্রশাসন।

নবান্ন সূত্রে জানা গিয়েছে ৬০০ রিলিফ ক্যাম্প করা হয়েছে। এলাকাভিত্তিক পরিস্থিতি অনুযায়ী ব্যবস্থা করা হচ্ছে। প্রায় ১৫ লক্ষ মানুষ ভারী বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত। ইতিমধ্যেই ১ লক্ষ ২০ হাজার মানুষকে বিভিন্ন রিলিফ ক্যাম্পে সরানো হয়েছে বলে জানা গিয়েছে।

BJP রাজ্যসভাপতি সুকান্ত মজুমদারের বিরুদ্ধে মামলা কালীঘাট থানার পুলিশের

সূত্র মারফত জানা গিয়েছে নির্বাচন রয়েছে যে সমস্ত এলাকায় সেখানে বাড়তি নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে। কোনভাবেই যাতে ওই সমস্ত এলাকা জলমগ্ন না হয়, জল জমলে দ্রুত পাম্পের সাহায্যে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

প্রস্তুত থাকতে বলা হয়েছে এনডিআরএফ টিমকে। দুই মেদিনীপুর, শহর কলকাতার বিভিন্ন এলাকার জমা জল বের করার যাবতীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন মুখ্য সচিব। একইসঙ্গে অতি বৃষ্টির জেরে কোথায়-কোথায়, কী-কী ক্ষতি হয়েছে এবং তা মেরামত করতে কী ব্যবস্থা নেওয়া হয়েছে জেলাশাসকদের কাছে দ্রুত রিপোর্ট তলব করা হয়েছে।

সম্পর্কিত পোস্ট