‘বিরোধী জোট কী?’ কেজরিওয়ালের বক্তব্যের উদ্দেশ্য নিয়ে জল্পনা
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ দিল্লি ও পাঞ্জাবের ক্ষমতায় থাকা আপ গুজরাট বিধানসভার নির্বাচনে ঝাঁপিয়ে পড়েছে। কেজরিওয়াল রাজধানী ছেড়ে টানা গুজরাটে প্রচার চালাচ্ছেন। এরই মাঝে এক সাক্ষাৎকারে বিরোধী জোট নিয়ে মনোভাব পরিস্কার করেছেন তিনি।
সেখানে বিজেপি বিরোধী জোটের প্রয়োজনীয়তা নিয়েই প্রশ্ন তুলে দেন আপ প্রধান। বলেন, “বিরোধী জোট আবার কী! বিজেপির বিরুদ্ধে কে বলেছে জোট বাঁধতে। আমাদের কাজ মানুষের সেবা করা। মানুষ যাকে পছন্দ করবে বেছে নেবে। তারাই যদি মনে করে তবে বিজেপিকে হারিয়ে দেবে।”
ওই সাক্ষাৎকারে অরবিন্দ কেজরিওয়াল বুঝিয়ে দেন তিনি কোনও বিজেপি বিরোধী জোটে নেই। কার্যত বিরোধীদের জোট বাঁধার চেষ্টা থেকে সবসময় নিরাপদ দূরত্ব রেখে চলেছে আপ। কিন্তু দিল্লিতে যে বিজেপির সঙ্গে মুখোমুখি লড়াই করে আপ, তাদের নিয়ে কেজরিওয়ালের এমন মনোভাবের কারণে খুঁজতে উঠেপড়ে লেগেছেন রাজনীতির কারবারিরা।
লাগাতার দুর্নীতিতে ক্ষুব্ধ বিচারপতিকে নাম না করে নজিরবিহীন আক্রমণ কুণালের
অনেকের মতে বিরোধী জোটে গেলে রাহুল গান্ধি, মমতা বন্দ্যোপাধ্যায়দের আলোয় ঢাকা পড়ে যাবেন কেজরিওয়াল। এই বিষয়টি বুঝেই জোট থেকে দূরত্ব রাখার নীতি নিয়ে চলেছে আপ। বরং ২৪ এর লোকসভার সময় ৪-৫ টি রাজ্যের গন্ডি ছাড়িয়ে সারা দেশে দলকে ছড়িয়ে দিতে চাইছেন কেজরিওয়াল।
তবে দেশের বিরোধীদের একাংশের মতে, বিজেপি ও আপ মুদ্রার এপিঠ-ওপিঠ। হিন্দুত্ববাদী রাজনীতির স্বার্থেই কেজরিওয়াল বিজেপি বিরোধীতার প্রশ্নে কৌশলী অবস্থান নিচ্ছেন।