ট্রেনের ক্যান্সলেশন চার্জ নিয়ে কি পরিকল্পনা ? কেন্দ্রীয় সরকারের বড় আপডেট দিলেন রেলমন্ত্রী

দেশের ট্রেনের খবরাখবর সম্পর্কে আগ্রহও বিপুল থাকে। সরকারের কাছেও প্রায় প্রতিদিনই রেল নিয়ে হাজারো প্রশ্ন আসে। এবার ট্রেনের টিকিটের ক্যানসেলেশন নিয়ে প্রশ্নের জবাব দিল কেন্দ্র।

সংসদে শীতকালীন অধিবেশনে সমাজবাদী পার্টির সাংসদ ইকরা চৌধুরী ট্রেনে ওয়েটিং লিস্টে থাকা টিকিটের উপরেও ক্যানসেলেশন ফি নিয়ে প্রশ্ন তুলেছিলেন। তিনি প্রশ্ন করেন, সিট না থাকায় রেলের তরফে ওয়েটিং লিস্টে থাকা টিকিটগুলি বাতিল করে দিলেও, সেই টিকিটের উপরেও ক্যানসেলেশন ফি নেওয়া হয়।

জবাবেই রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান, ওয়েটিং লিস্টে থাকা টিকিটের উপরে রেল ক্লার্কেজ চার্জ নেয়। বাকি পরিষেবার মতো টিকিট ক্যানসেলেশন বাবদও রেল যে রাজস্ব আদায় করে, তা রেলের রক্ষণাবেক্ষণ ও পরিচালনের খরচ জোগাতেই ব্য়বহার করা হয় বলে তিনি জানান।

সরকার কি আইআরসিটিসির এই নিয়ম সম্পর্কে জানে? সরকার কি এই ক্যানসেলেশন ফি তুলে নেওয়ার কোনও পরিকল্পনা করছে ? বিরোধী সাংসদের প্রশ্নের উত্তরে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন , কনফার্ম বা আরএসি টিকিট ক্য়ানসেল হলে, শেষ মুহূর্তে যাতে ট্রেনের কোনও সিট ফাঁকা না যায়, তার জন্য এই ব্যবস্থা। তিনি জানান, ওয়েটিং লিস্টে থাকা যাত্রীরা বিকল্প স্কিমের অধীনে একই রুটের অন্য ট্রেনে সফর করতে পারেন।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *