আমার ভুমিকা যা শুভেন্দু বলবে তাই হবেঃ শিশির অধিকারী

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ বেশ কিছু দিন ধরেই জল্পনা চলছিল তাঁর বিজেপিতে যোগদানকে কেন্দ্র করে। দুই ছেলের পর রবিবার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সভাতেই কি ফুল বদলাতে চলেছেন বর্ষীয়ান সাংসদ শিশির অধিকারী? এদিন শান্তিকুঞ্জ থেকে বেরিয়ে অমিত শাহের সভার উদ্দেশ্যে রওনা দিয়েছেন তিনি।

এদিন তিনি বলেন, শুভেন্দু আমাদের মুখপাত্র। শুভেন্দু যা বলেছে তাই-ই হবে। মেদিনীপুরের ইজ্জোত বাঁচানোর জন্য লড়াই করবেন। একইসঙ্গে তিনি বলেন, নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর জয় নিশ্চিত। পুর্ব মেদিনীপুরেও তৃণমূল ধুয়ে মুছে সাফ হয়ে যাবে।

এদিন তৃণমূল প্রসঙ্গে তিনি বলেন, এতদিন আমরা ফ্যাক্টরিতে ছিলাম। ফ্যাক্টরির মালিক যা মনে করছেন তাই বলছেন। আমার দল ছাড়ার বিষয়ে কিছু বলার নেই। কথায় নিয়ে গেছে ওরাই বলতে পারবে।

রবিবার এগরায় জনসভা করবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেই সভায় উপস্থিত থাকার কথা রয়েছে কাঁথির তৃণমূল সাংসদ শিশির অধিকারীর। এদিন তৃণমূল সাংসদকে আমন্ত্রণ জানাতে শান্তিকুঞ্জে যান কেন্দ্রীয় জাহাজ মন্ত্রী মনসুখ মাণ্ডব্য। দীর্ঘ সময় ধরে চলে বৈঠক।

শুধুমাত্র অমিত শাহের সভা নয়, এমনকি ২৪ মার্চ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনসভাতে উপস্থিত থাকার জন্যেও বিজেপির তরফে বর্ষীয়ান সাংসদকে আমন্ত্রণ জানানো হয়। একইসঙ্গে আমন্ত্রণ জানানো হয়েছে অধিকারী পরিবারের আরও এক সদস্য দিব্যেন্দু অধিকারীকে।

এর আগে মেদিনীপুরে অমিত শাহের জনসভায় বিজেপিতে যোগদান করেন শুভেন্দু অধিকারী। দাদার পথ অনুসরণ করেই বিজেপিতে নাম লেখান ছোট ভাই সৌমেন্দ্যু অধিকারী। কিন্তু এখনও অবধি তৃণমূলে রয়েছেন দুই সাংসদ শিশির অধিকারী এবং দিব্যেন্দু অধিকারী।

কিন্তু সময় যতই গড়িয়েছে ততই দলের সঙ্গে দুরত্ব বেড়েছে অধিকারী পরিবারের। তৃণমূলের জেলাসভাপতি সহ একাধিক পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে শিশির অধিকারীকে। এখন ছেলের পক্ষ নিয়েই কথা বলে চলেছেন শিশিরবাবু।

বেশ কয়েকমাস ধরে জল্পনা চলছিল শিশির অধিকারীর বিজেপিতে যাওয়া এবার সময়ের অপেক্ষা। মাঝখানে সেই জল্পনার উত্তাপ আরও বাড়ে যখন শান্তিকুঞ্জে উপস্থিত হন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়। দীর্ঘ সময় মধ্যাহ্নভোজনে দুই পক্ষের মধ্যে একাধিক বিষয় নিয়ে আলোচনা হয়।

অবশেষে রবিবার সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে শান্তিকুঞ্জ থেকে অমিত শাহের সভার উদ্দেশ্যে রওনা দিলেন শিহির অধিকারী।

 

সম্পর্কিত পোস্ট