কি খাবে তারা ? কোথায় যাবে?
অনন্যা ব্যানার্জি: আষাঢ় শেষ শ্রাবণ এর শুরু ক্রমাগত বৃষ্টি না হলেও , চোখ বেয়ে কিন্তু বৃষ্টির ফোঁটা ঝরে পড়ছে বাংলার বুকে।কাদের চোখের জল? হ্যাঁ সাধারণ খেটে খাওয়া আম জনতার। তাদের কি হবে? খাবে কি? যাবে কোথায়?২৪ জুন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর নির্দেশে গোটা বাংলায় চলছে হকার উচ্ছেদ। শুধু কি বর্ধমান , বর্ধমান থেকে শুরু করে কলকাতা, রামপুরহাট, বোলপুর , চন্দননগর সব জায়গায়। মুখ্যমন্ত্রী আবার ২৭ জুন ১ মাস শিথিল রাখতে বলেন , কিন্তু তা আর মানা হলো কোথায়! বুলডোজারের দ্বারা ফুটপাতের দোকান উড়িয়ে দেওয়া হলো ।এক নিমেষে সব শেষ। হকার উচ্ছেদের নামে অত্যাচার চালানো হচ্ছে । লোকসভা ভোট এর ঠিক পরেই এমন অবস্থা।সামনে পূজা আসছে , গোটা বাংলা ৩৬৫ দিন পার করে এই কদিন এর অপেক্ষায় থাকে । তাদের ঠিক মতো খাবার, জামাকাপড় কিছু ই জুটছে না , পূজা তো ক্ষণিকের মাত্র। রাস্তায় বসে বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে এর চোখের জলে ভিজে যাচ্ছে ইউনিফর্ম। তারা কি আর স্কুল,কলেজ যেতে পারবে না ?শিক্ষার আলো কি পৌঁছাবে না তাদের কাছে?কি ভাবে চালাবে ঠিক মতো খাওয়া ই জুটছে না আবার পড়াশোনা এর খরচা কোথা থেকে আসবে?ফুটপাত জুড়ে বসে থাকা ঝুপড়ি, ছোটো দোকান, স্টল সব তুলে দেওয়া কর্মকান্ড। হকারদের সরিয়ে জায়গা খালি করার ব্যবস্থা করা হয়। শুধু প্রশ্ন আর প্রশ্ন এর উত্তর দেবে কে সাধারণ জনগণ নাকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়,, নাকি পুলিশ, প্রশাসন?