‘উত্তরবঙ্গ বঞ্চিত’ গ্রুপ, সোশ্যাল মিডিয়ায় বঙ্গভঙ্গের পক্ষে জনমত গঠনের কাজ অনেক দিন ধরে চলছে
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ যাঁর সোশ্যাল নেটওয়ার্কিং প্ল্যাটফর্মগুলোয় অ্যাকটিভ থাকেন, তাঁরা হয়তো ‘উত্তরবঙ্গ বঞ্চিত’ গ্রুপটি দেখে থাকবেন। আপাতদৃষ্টিতে অরাজনৈতিক গ্রুপ, কিন্তু পোস্টগুলোয় নজর দিলেই বোঝা যাবে উত্তরবঙ্গের বঞ্চনার নামে পৃথক রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের পক্ষে প্রচার চলছে সেখানে। বিরোধীদের অভিযোগ, উত্তরবঙ্গের বঞ্চনার তত্ত্ব বানিয়ে এভাবেই আড়ালে থেকে বঙ্গভঙ্গের পক্ষে জনমত গঠনের কাজ চালাচ্ছে বিজেপি।
এই গ্রুপগুলো আজকের নয়। লক্ষ লক্ষ সদস্যের এই গ্রুপগুলো ব্যবহার করে কার্যত কলকাতা কেন্দ্রিক দক্ষিণবঙ্গ বিদ্বেষের জন্ম দেওয়া হয়েছে। আশ্চর্যের বিষয় হল, বেশ কয়েক বছর ধরে এই ধরনের কার্যকলাপ চললেও রাজ্য প্রশাসনের কোনও হুঁশ নেই। রাজ্য সরকার বিরোধী মন্তব্য রুখতে পুলিশ তৎপর, কিন্তু রাজ্য ভাগের ষড়যন্ত্র এমন খোলাখুলিভাবে প্রকাশ্যে চললেও এই বিষয়ে তারা রীতিমতো চুপ।
রাজ্যপাল দিয়ে বিরক্ত, বিজেপি আমলে তছনছ যুক্তরাষ্ট্রীয় কাঠামো
উত্তরবঙ্গে কোনও সমস্যা নেই এমন ভাবাটা ভুল হবে। গোটা বাংলাজুড়েই কর্মসংস্থানের অভাবে ভুগছে যুব সম্প্রদায়। উত্তরে সেই সমস্যা আরও প্রকট। তাছাড়াও চিকিৎসা, রাস্তাঘাট সহ বিভিন্ন পরিষেবা ক্ষেত্রেও খামতি আছে। তবে অবস্থার উন্নতি ঘটানোর লক্ষ্যে কাজও হচ্ছে। কিন্তু তার মানে এই নয় যে উত্তরবঙ্গকে বাংলা থেকে পৃথক করলেই সমস্যা মিটে যাবে।
কারণ সমুদ্র থাকার কারণে দক্ষিণবঙ্গে যে পরিকাঠামো গত সুবিধা সারা রাজ্যের মানুষ পায়, পৃথক হয়ে গেলে উত্তরবঙ্গে তা অনেকটাই ব্যহত হবে। তাই বলা যায়, বঙ্গভঙ্গের এই পরিকল্পনা পুরোপুরি রাজনৈতিক কারণে রচিত হয়েছে। এবং সব জেনেও পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে রাজ্য প্রশাসন।