হোয়াটসঅ্যাপের নতুন ফিচার স্টোরেজ ম্যানেজমেন্ট টুল
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ আপনার হোয়াটসঅ্যাপ কি ফোনের স্টোরেজে জায়গা নিয়ে বসে রয়েছে? হোয়াটসঅ্যাপে আসা ছবি এবং ভিডিও ডিলিট করতে করতে অর্ধেক সময় চলে যাচ্ছে? আর চিন্তার কোনও কারণ নেই। এবার স্টোরেজ ম্যানেজমেন্ট টুল আনল হোয়াটসঅ্যাপ। এই অপ্সহানের মাধ্যমে হোয়াটসঅ্যাপের জাঙ্ক ফাইল ডিলিট করার কাজ আরও সুবিধাজনক হবে।
বুধবার সকালেই টুইট করে হোয়াটসঅ্যাপের তরফে নতুন ফিচার্সের কথা জানানো হয়েছে। চলতি সপ্তাহে এই বিষয়ে আপডেট পাবেন ইউজাররা। নতুন আসা এই অপশান ইউজারদের ঝুঁকি কমাবে বলে মনে করা হচ্ছে।
কিছু মাস আগেই WABetaInfo -এর তরফে নতুন ফিচার্সের কথা জানানো হয়েছিল। তখন থেকেই স্টোরেজ ম্যানেজমেন্টের ওপর নতুন করে কাজ করেছিল শর্ট মেসেজিং প্ল্যাটফর্ম। কিছুদিন আগে এই ফিচার্সের বেটা ভার্সন পাওয়া যাচ্ছিল। এবার সমস্ত ইউজাররা এর ফায়দা তুলতে পারবেন।
কিভাবে পাবেন?
হোয়াটসঅ্যাপের সেটিংসে গিয়ে ‘Storage and Data’ অপশনে গিয়ে ‘Manage Storage Tab’ থেকে এই পদ্ধতি ব্যবহার করা যাবে। এখান থেকে ফোনের সাধারণ মেমরি মতো একটি বার দেখতে পাওয়া যাবে। সেখানে হোয়াটসঅ্যাপ অ্যাপটি আপনার ফোনে কতটা স্টোরেজ ব্যবহার করেছে এবং কতটা স্টোরেজ বাকি রয়েছে তা বলে দেওয়া সম্ভব হবে। এমনকি ফাইলের সাইজ কতটা হবে তাও দেখা যাবে।
স্টোরেজ ফুল হয়ে গেলে হোয়াটসঅ্যাপের তরফে একটি নোটিফিকেশন দেওয়া হবে। তখন যে ফাইল গুলি আপনি ডিলিট করতে চান সেগুলি দেখে করতে পারেন। ডিলিটের আগে প্রিভিউ বলে একটি অপশান দেখাবে।
এই অপশানের মাধ্যমে বহুবার ফরোয়ার্ড হওয়া কোনও ভিডিও বা ফটো দেখে তা ডিলিট করতে পারবেন। ৫ এমবির থেকে বড়ো কোনও ফাইল আলাদা করে দেখানো হবে। ম্যনেজমেন্ট টুলের মাধ্যমে এমনকি আপনার ফোনের হোয়াটসঅ্যাপ চ্যাট, মিডিয়া স্টোরেজে কতটা জায়গা নিয়ে রয়েছে তা হিসেব করা সম্ভব হবে। এছাড়াও সেখান থেকে প্রয়োজন মতো আপনি ডিলিটও করতে পারবেন।