সুকান্ত যখন ‘সেটিং’ দেখলেন, তখনই বামেদের পাশে দাঁড়ালেন বিজেপি বিধায়ক
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ বাম ছাত্র-যুবদের ইনসাফ সভা ব্যাপক সাড়া ফেলতেই তীর্যক মন্তব্য ধেয়ে এসেছে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের তরফ থেকে। তিনি এই সভাকে তৃণমূল-সিপিএম সেটিংয়ের ফল বলে ব্যাখ্যা করেছেন।
তাঁর দাবি, বামেদের এতো লোক নেই। তৃণমূল পরিকল্পনা করে লোক পাঠিয়ে জমায়েত করেছে। এমনকি সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমকে তৃণমূলের পক্ষ থেকে সুপারি দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন সুকান্ত।
প্রধানমন্ত্রীত্ব নয়, নীতীশ বিজেপির বিরুদ্ধে সক্রিয় নিজের দল টিকিয়ে রাখার স্বার্থে
তাৎপর্যপূর্ণ বিষয় হল, বামেদের সমাবেশ নিয়ে বিজেপির রাজ্য সভাপতি যখন উদ্বিগ্ন, ঠিক সেই সময় সম্পূর্ণ উল্টো পথে হাঁটলেন এক বিজেপি বিধায়ক। চাকদার বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষ বামেদের এদিনের কর্মসূচিকে সমর্থন জানিয়েছেন।
বিধানসভায় তিনি সাংবাদিকদের বলেন, “এই মুহূর্তে যে কোনভাবে তৃণমূলকে ক্ষমতা থেকে সরানো দরকার। যেসব দাবি নিয়ে ইনসাফ সভা হচ্ছে তার বিরোধিতা করতে পারব না। আনিসের ইনসাফ পাওয়া উচিৎ। সেই দাবিতে সমাবেশ সফল হোক এটা আমিও চাই!”
বিজেপির বিধায়ক বঙ্কিম ঘোষের এই মন্তব্যে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। যদিও ডিওয়াইএফআইয়ের রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখার্জি বিজেপি বিধায়কের সমর্থনকে বিশেষ পাত্তা দিতে চাননি। উল্লেখ্য এই বঙ্কিম ঘোষ বুদ্ধদেব ভট্টাচার্য সরকারের মন্ত্রী ছিলেন। পরে দলবদল করে সিপিএম ছেড়ে বিজেপিতে যোগ দেন।