ঘটনার দিন ২ টো থেকে ৪ টে অবধি কোথায় ছিলেন আশীষ

দ্য কোয়ারি ওয়েবডেস্ক: শনিবার দীর্ঘ সময় ধরে লাখিমপুর খেরির ঘটনায় অন্যতম অভিযুক্ত কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্রর ছেলে আশীষ মিশ্রকে জিজ্ঞাসাবাদ করে উত্তরপ্রদেশ পুলিশ৷ ওই দিনেই রাতেই তাঁকে গ্রেফতার করা হয়। সূত্রের খবর, ঘটনার দিন কোন সময় কোথায় ছিলেন আশীষ? পুলিশের প্রশ্নের উত্তরে অসঙ্গতি মেলায় গ্রেফতার করা হয়।

সূত্রের খবর, আশীষ মিশ্র এর আগেও জানিয়েছিলেন যে তিনি ঘটনাস্থল থেকে ৩-৪ কিলোমিটার দূরে একটি দঙ্গল প্রতিযোগিতায় সকাল থেকেই উপস্থিত ছিলেন। আবার দঙ্গলে উপস্থিত বেশ কিছু ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে জানা গিয়েছে দুপুর ২ থেকে ৪ টে নাগাদ দঙ্গলে অনুপস্থিত ছিলেন আশীষ।

আবার আশীষের মোবাইল ফোনের টাওয়ার লোকেশান অনুযায়ী দুপুর ২ থেকে ৪ নাগাদ ঘটনাস্থলের এলাকাতেই উপস্থিত ছিলেন তিনি। আবার আশীষের কথায় ওই সময় ওই এলাকার এক রাইস মিলে ছিলেন তিনি।

ওই দিন লাখিমপুরের ঘটনার সময় আরও তিন ব্যক্তিকে পিটিয়ে মারার অভিযোগ দায়ের করা হয়। মৃত ব্যক্তিদের মধ্যে আশীষের গাড়ি চালক হরি ওম ছিল৷ ঘটনার সময় সাদা জামা পড়ে এক ব্যক্তিকে জিপ চালাতে দেখা গিয়েছে৷ কিন্তু হরি ওমের পরনে ছিল হলুদ রঙের কুর্তা।

গত রবিবার উত্তরপ্রদেশের লাখিমপুর খেরির ঘটনার পর আশীষের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন কৃষকরা৷ যে গাড়ি কৃষকদের ওপর চাপিয়ে দেওয়া হয়, সেই গাড়িতে আশীষ মিশ্র উপস্থিত ছিল৷ এমনটাই পুলিশকে জানিয়েছেন কৃষকরা। ঘটনার পাঁচ দিন পর শনিবার রাতে তাঁকে গ্রেফতার করে পুলিশ।

সম্পর্কিত পোস্ট