কবে চলবে লোকাল ট্রেন ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ রাজ্যের উৎোসর প্রিয় বাঙালির কাছে এই সময়টা কেনাকাটার জন্য আদর্শ সময়। পুজোর বাকি আর মাত্র ৯ দিন। তার আগে বাজারে ভিড় উপছে পড়ছে কিন্তু এমন অবস্থাতে রাজ্যের সাধারণ মানুষকে ট্রেন বাসের অভাব থাকার কারণে মুসকিলে পড়তে হচ্ছে।

আর সেকারণে আরও জোরদার হচ্ছে লোকাল ট্রেন চালানোর দাবি। কয়েক দিন আগে বারুইপুর ও রবিবার হুগলির একাধিক জায়গায় সাধারণ মানুষ লোকাল ট্রেন চালানোর দাবিতে সরব হচ্ছেন। তবে কি এবার লোকাল ট্রেন চালু হতে পারে রাজ্যে?

এই মুহূর্তে রাজ্যের বিভিন্ন প্রান্তে স্টাফ স্পেশাল ট্রেন চলছে। তবে যেভাবে রোজ লোকাল ট্রেন চালানো নিয়ে সাধারণ মানুষের চাপ বাড়ছে কবে লোকাল ট্রেন চালানো হতে পারে-এই নিয়ে জোর চর্চা চলছে।

যদিও পূর্ব রেলের তরফে এদিন জানানো হয়েছে, সবটাই রাজ্য সরকার ও রেল মন্ত্রকের আলোচনার ওপর নির্ভর করছে। এই মুহূর্তে রাজ্যে প্রতিদিন তিন হাজারের বেশি মানুষ আক্রান্ত হচ্ছেন। লোকাল ট্রেন চালানো হলে সেই সংক্রমণের হার এক ধাক্কায় কয়েকগুণ বেড়ে যেতে পারে।

http://sh103.global.temp.domains/~lyricsin/thequiry/modi-hai-to-mumkin-hai-aur-nitish-hai-to-sabhav-hai-jp-nadda/

তাই সবদিক বিবেচনা করেই লোকাল ট্রেন চালানোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।  উল্লেখ্য, এদিনই লোকাল ট্রেন পরিষেবা দ্রুত স্বাভাবিক করে তোলার হাওড়া-ব্যান্ডেল শাখার একাধিক স্টেশনে যে অবরোধ শুরু হয়। অন্দোলনকারীদের দাবি আমজনতাকে নামিয়ে দিয়ে স্টাফ স্পেশ্যাল ট্রেন চালানো হচ্ছে।

সেই ট্রেনে শুধুমাত্র রেলকর্মীরাই যাতায়াত করতে পারছেন। এই দাবি মানতে নারাজ আমজনতা। তাঁদের দাবি স্টাফ স্পেশ্যাল ট্রেনে আমজনতাকে চাপতে দিতে হবে আর দ্রুত লোকাল ট্রেন পরিষেবা স্বাভাবিক করতে হবে।

সম্পর্কিত পোস্ট