অগ্নিগর্ভ ত্রিপুরা, কোথায় মানবাধিকার কমিশন? দিল্লির উদ্দেশে রওনার আগে বিজেপিকে তোপ মমতার
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ অগ্নিগর্ভ ত্রিপুরা, কোথায় মানবাধিকার কমিশন? দিল্লির উদ্দেশে রওনার আগে বিজেপিকে তোপ মমতা বন্দ্যোপাধ্যায়ের। এদিন তিনি বলেন, “বিজেপি শাসিত রাজ্যে কঙ্কাল বেরিয়ে পড়েছে। অত্যাচারের পর অত্যাচার চলছে। সামান্য চিকিৎসা টুকু দেওয়া হচ্ছে না। কতজনকে পিজি হাসপাতালে ভর্তি করা হয়েছে তার হিসাব নেই। আমাদের সাংসদরা কালকে থেকে দিল্লিতে রয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করার জন্য। কিন্তু তিনি বিজেপি দল করলেও দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর চেয়ারের রয়েছেন। তা সত্ত্বেও তিনি সময় দিচ্ছেন না। ত্রিপুরার অবস্থা অগ্নিগর্ভ। ভোটের নামে প্রহসন চলছে। গণতন্ত্র নেই। কোথায় মানবাধিকার কমিশন? কোথায় অন্যান্য কমিশন ? ত্রিপুরায় লাগাতার আক্রমণ করছে বিজেপি গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করতে দেওয়া হচ্ছে না। প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার কর্মসূচি রয়েছে। ত্রিপুরার মানুষ এর জবাব দেবে।”
এদিন মুখ্যমন্ত্রী বলেন, “আমার প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করার রয়েছে বুধবার। রাজ্যের বেশ কয়েকটি বিষয় নিয়ে আমি কথা বলতে যাচ্ছি। বিশেষ করে বিএসএফের ইস্যুটা নিয়ে। গায়ের জোরে এলাকা দখল করতে দেব না। বিএসএফ তো আর আমার শত্রু নয়। ওরাও বন্ধু আমার। বিজেপি যে ভাবে মনে করছে বিএসএফ মানে বিজেপি সেফ সেটা তো ঠিক নয়। প্রত্যেক সংগঠনের একটা নিজস্বতা আছে। এলাকায় আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব রাজ্য পুলিশের। আবার সিআইএসএফ, বিএসএফ তারাও ক্যাডার। প্রত্যেকের নিজস্ব ক্ষেত্র আছে। কিন্তু সেটা না করে এরা গায়ের জোরে এজেন্সিগুলিকে নিজের পার্টির কাজে লাগাচ্ছে।”
সময় দেননি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, নর্থ ব্লকের সামনে ধর্নায় তৃণমূলের সাংসদরা
সোমবার রাজধানীতে পৌঁছে রাতেই দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবালের সঙ্গে বৈঠকের কথা রয়েছে মমতার। মঙ্গলবার কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধীর সঙ্গে বৈঠকের কথা রয়েছে মুখ্যমন্ত্রীর। লোকসভা ভোটের আগে বিজেপি-বিরোধী জোট নিয়ে কথা হতে পারে সনিয়া-মমতার।মঙ্গলবারই কেন্দ্রীয় জলসম্পদ মন্ত্রীর সঙ্গেও সাক্ষাতের কথা রয়েছে তাঁর।