মমতার মন্ত্রীসভায় নতুন মুখ কারা? তালিকায় নাম রয়েছে জুন-কাঞ্চন-সোহম-রাজের
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ এবারের নির্বাচন যতটাই চ্যালেঞ্জিং ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে, ততটাই উত্তেজন রয়েছে নবগঠিত মন্ত্রিসভা নিয়ে। বুধবার সকালে মুখ্যমন্ত্রী পদে তৃতীয়বারের জন্য শপথ নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে বাকি রয়েছে গোটা মন্ত্রিসভার শপথ গ্রহণ।
মন্ত্রিসভা কেমন হতে পারে তা নিয়ে ক্রমশ বাড়ছে কৌতুহল। প্রশ্ন উঠতে শুরু করেছে সম্ভাব্য নতুন মুখ কারা কারা থাকতে পারেন। কারণ ৫০ জনেরও বেশী নতুন মুখ এবারের বিধানসভায় ঠাঁই পেয়েছেন। তাদের মধ্যে মন্ত্রী হওয়ার সম্ভাবনা কাদের সেই প্রশ্নই আপাতত ঘুরপাক খাচ্ছে রাজ্য রাজনীতির অন্দরে।
গত মন্ত্রিসভার ৪৪ জনের মধ্যে অন্ততপক্ষে ৯ টি পদ এখনো শূন্য। শুভেন্দু অধিকারী, রাজীব বন্দ্যোপাধ্যায়, লক্ষ্মীরতন শুক্লা তৃণমূল ছেড়ে বিজেপিতে নাম লিখিয়েছেন। অন্যদিকে এবার ভোটে দাঁড়াননি অর্থমন্ত্রী অমিত মিত্র, কারিগরি শিক্ষা মন্ত্রী পূর্ণেন্দু বসু। এবারের নির্বাচনে পরাজিত হয়েছেন শ্যামল সাঁতরা, গৌতম দেব, রবীন্দ্রনাথ ঘোষ, শান্তিরাম মাহাতো।
তাই এই পদগুলিতে কাকে আনা হবে সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত জানা যায়নি তৃণমূল সুপ্রিমোর তরফে। কালীঘাট সূত্রের খবর, এবারে পুরনো মন্ত্রিসভা থেকে অনেক পুরনো মুখও বাদ পড়তে পারে। সেক্ষেত্রে জায়গা পেতে পারেন জেলা সংগঠনের দায়িত্ব সামলেছেন দীর্ঘদিন ধরে এমন অনেক নেতৃত্বই।
বরাবরই মন্ত্রিসভা গঠনের বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায় গোপনীয়তা বজায় রেখে চলেছেন। তবে এবারের ভোটের পর মনে করা হচ্ছে মন্ত্রিসভা গঠনের ক্ষেত্রে প্রশান্ত কিশোর এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতামতকে গুরুত্ব দেবেন তৃণমূল সুপ্রিমো।
কোথায় কোথায় Covid চিকিৎসায় বাড়ল বেড, দেখে নিন এখনই
তৃণমূলের অন্দরে বেশ কয়েকটি নাম আলোচনায় তালিকায় ইতিমধ্যেই উঠে এসেছে। সৌমেন মহাপাত্র যেমন থাকবেন বলে মনে করা হচ্ছে, তেমনি রামনগরের বিধায়ক অখিল গিরি যিনি বরাবরই অধিকারী পরিবারের বিরোধী বলে পরিচিত। তাঁর মন্ত্রী হওয়ার সম্ভাবনাও প্রবল।
মনে করা হচ্ছে এবারে মন্ত্রিত্ব পেতে পারেন ডোমজুড়ের বিধায়ক কল্যাণ ঘোষ। মন্ত্রিসভায় জায়গা পেতে পারেন শিবপুর আসনে জিতে আসা মনোজ তিওয়ারি। প্রাক্তন সাংসদ ও হুগলির পান্ডুয়া থেকে জিতে আসা রত্না দে নাগ-ও জায়গা পেতে পারেন মন্ত্রীসভায়।
পাশাপাশি রাজ্যের প্রাক্তন পরিবহণমন্ত্রী মদন মিত্র এবারে ঠাঁই পেতে পারেন মন্ত্রিসভায়। শোনা যাচ্ছে হয়তো ফের পরিবহনমন্ত্রী করতে পারেন মুখ্যমন্ত্রী তাঁকে। রাজ্যসভা থেকে ইস্তফা দিয়ে এবারের মন্ত্রিসভায় আনা হতে পারে সবং এর জয়ী তৃণমূল প্রার্থী মানস রঞ্জন ভূইয়াঁকে।
বিবেক গুপ্তা, হুমায়ুন কবির, বেচারাম মান্না, প্রদীপ মজুমদার, বিরবাহা হাঁসদা, অভিনেতা সোহম, কাঞ্চন মল্লিক, জুন মালিয়া-রাজ চক্রবর্তীকে হয়ত এবার দেখা যেতে পারে মমতার মন্ত্রিসভায়।