নীতিশের ডেপুটি কে? পড়শি রাজ্যে চলছে জোর জল্পনা

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ সদ্য সমাপ্ত বিহার বিধানসভা নির্বাচনের পর সোমবার আরও একবার মুখ্যমন্ত্রী পদে শপথ নিতে চলেছেন নীতিশ কুমার। তবে এবারের নির্বাচনে আসন সংখ্যা কম থাকার কারণে উপমুখ্যমন্ত্রী এবং স্পিকার দুই পদের জন্যেই বিজেপিকে ছাড়তে হচ্ছে তাঁকে।

রবিবার মধ্যরাত অবধি নীতিশ কুমারের সঙ্গে বিজেপি বিধায়কদের বৈঠকের পরে এখনও কিছু পরিষ্কার করে কিছু বলা যাচ্ছে না। বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিং। তবে উপমুখ্যমন্ত্রী পদে সুশীল মোদি থাকবেন কি না সেবিষয়ে ধোঁয়াশা রয়েছে। পরিবর্তে উঠে আসছে বিজেপি বিধায়ক রিঙ্কু দেবী এবং তারকিশোর প্রসাদের নাম।

যদিও বিজেপির পরিষদীয় দলনেতা হিসাবে তারকিশোর প্রসাদের নাম শোনা যাচ্ছে। তাই রিঙ্কু দেবীর উপমুখ্যমন্ত্রী হওয়ার সম্ভাবনা বেশী। আবার উপমুখ্যমন্ত্রী পদের জন্য দু’জনকেই বেছে নেওয়া হতে পারে। দলের সিদ্ধান্ত মাথা পেতে নেবেন বলে জানিয়েছেন গেরুয়া শিবিরের মহিলা বিধায়ক।

অন্যদিকে এবারের নির্বাচনে উল্লেখযোগ্য ফলাফল করে উপমুখ্যমন্ত্রী পদের জন্য দাবী করে বসেছেন হিন্দুস্থান আওয়ামী মোর্চা এবং বিকাশশীল ইনসান পার্টি। তাঁদের কথাও ভাবা হতে পারে।

২০০৫ সাল থেকে নীতিশ কুমারের সঙ্গে উপমুখ্যমন্ত্রী পদে ছিলেন সুশীল কুমার মোদি। আরজেডির সঙ্গে জোট ভেঙে নতুন করে ২০১৭ সালে সরকার গঠনের সময়েও উপমুখ্যমন্ত্রী পদে বসেন সুশীল মোদি।

বিহারের রাজনীতিতে নীতিশ কুমারের সঙ্গে সুশীল মোদির সখ্যতা বহুদিনের বলে প্রচলিত। এনডিএ শিবিরের সেতুবন্ধনের জন্য সুশীল মোদির গুরুত্বপূর্ণ ভুমিকা রয়েছে। এবার তাঁকে কেন্দ্রে ব্যবহার করতে চায় গেরুয়া শিবির।

শোনা যাচ্ছে কেন্দ্রীয় মন্ত্রক পেতে পারেন তিনি। দীর্ঘ ৪০ বছর রাজনৈতিকভাবে গুরুত্ব দেওয়ার জন্য বিজেপি এবং সঙ্ঘ পরিবারকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।

http://sh103.global.temp.domains/~lyricsin/thequiry/rajib-a-management-student-can-form-the-team-before-21-says-a-part-of-the-team-tmc/

টুইটারে উপমুখ্যমন্ত্রী পদ থেকে সরে যাওয়ার খবর জানিয়ে সুশীল মোদি লেখেন, এই পদ বিজেপির থেকে কেউ কেড়ে নিতে পারবে না।

সেইসঙ্গে বিহার কেবিনেটে একাধিক মন্ত্রকে পরিবর্তন আসতে চলেছে বলে জানা গিয়েছে। স্পিকার পদে কে আসবেন তা এখনও পরিষ্কার নয়।

সদ্য সমাপ্ত বিহারের বিধানসভা নির্বাচনে ১২৫ টি আসনে জয়লাভ করে ক্ষমতায় আসতে চলেছে নীতিশ কুমারের সরকার। সোমবার মুখ্যমন্ত্রী পদের জন্য শপথ নেবেন তিনি। কিন্তু এবারের নির্বাচনে রাজ্যের তৃতীয় বৃহত্তম দল হিসাবে জায়গা পেয়েছে জেডিইউ। বিজেপির পাল্লাভারী হওয়ায় পাটলিপুত্রের রাজনীতিতে একাধিক পরিবর্তন আশা করা যেতেই পারে।

সম্পর্কিত পোস্ট