“কে বেশি গরীব দরদী ? প্রতিযোগিতা চলছে”: সোমেন

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ জাতির উদ্দেশে ভাষণে মঙ্গলবার নভেম্বর পর্যন্ত দেশের ৮০ কোটি মানুষকে ৫ কেজি করে চাল বা গম দেওয়ার কথা ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

এছাড়া দেওয়া হবে ১ কিলো করে ডালও। আগামী তিনমাস এই খাদ্য দ্রব্য দিতে কেন্দ্রের খরচ হবে দেড় লক্ষ কোটি টাকা।

অন্যদিকে এদিনই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও আগামী জুন মাস পর্যন্ত বিনামূল্যে খাদ্যদ্রব্য দেওয়ার কথা ঘোষণা করেন।

কেন্দ্রকে টেক্কা দিয়ে এদিন এই ঘোষণা করেন মমতা। আর এই দুই ঘোষণার পর প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র এই নিয়ে কেন্দ্র ও রাজ্য দুই সরকারকে একহাত নিয়েছেন।

দুর্নীতি নাকি রাজনীতি? কিসের রেশন ?

তিনি বলেন, প্রধানমন্ত্রী এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর মধ্যে প্রতিযোগিতা চলছে কে কত গরিব দরদী। গরিবের পকেটে মাসে ৭৫০০ টাকা ঢোকানোর দাবি জানিয়েছিলেন রাহুল গান্ধী, সেই দাবি নস্যাৎ করেছেন প্রধানমন্ত্রী। শুধু চাল খেয়ে মানুষ বাঁচে না, বাঁচার জন্য আরও কিছু দরকার, তার জন্য টাকা লাগে।

অন্যদিকে রাজ্যের শাসক দলকে বিঁধে সোমেন মিত্র বলেন, তৃণমূলের বড়, ছোট , মেজো নেতারা সরকারি টাকা লুঠ করছেন। রোজ সংবাদমাধ্যমে মানুষ দেখছে। মুখ্যমন্ত্রী তাঁদের গ্রেফতার করছেন না কেন ?

ভাষণে মানুষের পেট ভোরে না, মাথায় ছাদ হয় না। তাঁর জন্য সদিচ্ছা লাগে। বিজেপি-তৃণমূল ভোটের রাজনীতি করছে এর মধ্যে গরিব মানুষ মারা যাচ্ছে। তাই এই ঘোষণা মানুষের বাঁচার রসদ যোগাবে না।

সম্পর্কিত পোস্ট