পরবর্তী প্রদেশ কংগ্রেস সভাপতি কে?

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ কর্ণাটক, মধ্যপ্রদেশে ক্ষমতায় থেকেও ক্ষমতাচ্যুত হতে হয়েছে কংগ্রেসকে। সম্প্রতি রাজস্থানে যে পরিস্থিতি তৈরি হয়েছিল তা থেকেই শিক্ষা নিয়ে পশ্চিমবঙ্গের প্রদেশ কংগ্রেস সভাপতি নির্বাচনে সময় নিচ্ছে দল।

সোমেন মিত্রের পর বঙ্গ রাজনীতিতে কে? যার বামেদের সঙ্গে ভালো বোঝাপড়া রয়েছে এবং দল পরিচালনার ক্ষেত্রে যিনি অভিজ্ঞ। আপাতত পার্টি হাইকম্যান্ডের সিদ্ধান্তের দিকে তাকিয়ে বঙ্গভবন।

একাধিকবার রাজ্যের দলীয় নেতৃত্ব, সাংসদ এবং বিধায়কদের সঙ্গে কথা বলেছেন কংগ্রেস পর্যবেক্ষক গৌরব গগৈ। তার চুড়ান্ত রিপোর্ট দিল্লিতে পার্টি হাইকম্যান্ডের কাছে জমা করেছেন তিনি।

কংগ্রেস সূত্রের খবর, পশ্চিমবঙ্গের প্রদেশ কংগ্রেস সভাপতি পদে তিন জনের নাম উঠে আসছে। প্রদীপ ভট্টাচার্য, আবদুল মান্নান এবং অধীর রঞ্জন চৌধুরী৷ গৌরব গগৈয়ের রিপোর্টের ভিত্তিতে তিন বর্ষীয়ান নেতার সঙ্গে কথা বলেন কেসি ভেনুগোপাল।

ছায়াসঙ্গীকে হারিয়ে বিষণ্ণ বিমান

কংগ্রেস অন্দরের খবর, দলের প্রদেশ কংগ্রেস সভাপতি পদে আবারও প্রদীপ ভট্টাচার্যকে দেখতে চান জেলা স্তরের নেতারা। কারণ পশ্চিমবঙ্গের সাম্প্রতিক রাজনীতিতে বামেদের সঙ্গে সম্পর্ক আরও মজবুত করতে পারবেন তিনি।

অন্যদিকে কংগ্রেস সভাপতি পদে নতুন কাউকে আনার প্রস্তাব দিয়েছেন অধীর রঞ্জন চৌধুরী। যদি দলের হাইকম্যান্ডের তরফে বাংলার দায়িত্বভার তাঁর কাঁধে তুলে দেওয়া হয়, তা পালন করতে রাজি তিনি।

অন্যদিকে পরিষদীয় দলনেতার ভূমিকায় থাকতে চান আবদুল মান্নান। সেই পদের পাশাপাশি এআইসিসি তরফে কোনও সিদ্ধান্ত নেওয়া হলে তাতে অসুবিধা নেই মান্নানের।

বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে বামেদের সঙ্গে জোট করা এবং সেই জোটের ঐক্যতা বজায় রাখা গুরুত্বপূর্ণ বলে মনে করছে দল। তাই অতিদ্রুত সিদ্ধান্ত নিয়ে যৌথ আন্দোলনে নামতে চাইছে বঙ্গভবন।

সম্পর্কিত পোস্ট