কে এই মোস্ট ওয়ান্টেড জয়পাল সিং ভুল্লার?

দ্য কোয়ারি ডেস্ক: ভরদুপুরে শহর কলকাতায় এনকাউন্টার। এসটিএফের অভিযানে খতম দুই দুষ্কৃতী।

মৃত দুই দুষ্কৃতীদের মধ্যে একজনের নাম জয়পাল সিং ভুল্লার। ওরফে মনজিৎ সিং৷ বাবা একজন অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার। তার বিরুদ্ধে দুই জন অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টরদের হত্যার অভিযোগ ছিল। এছাড়াও খুন, ডাকাতি এবং মাদক পাচার সহ ৪০ টির বেশী অভিযোগ ছিল ভুল্লার বিরুদ্ধে।

১৫ মে থেকে ফেরার জয়পালকে পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান এবং হিমাচল প্রদেশে হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছিল পুলিশ।

পুলিশ সূত্রের খবর, একটি মাদক মামলায় নাম উঠে আসতেই তার জয়পালের খোঁজে সাপুরজি আবাসনে দুপুর সাড়ে তিনটে নাগাদ অভিযান চালায় কলকাতা এবং পাঞ্জাব পুলিশের এসটিএফ।

আবাসনের নীচেই লুকিয়ে ছিল দুষ্কৃতীরা।সেখানে দুষ্কৃতীদের সঙ্গে চলে গুলির লড়াই। দুই জন দুষ্কৃতি নিহত হন। আহত এক পুলিশ অফিসার। ওই আবাসনে আর কোনও দুষ্কৃতী লুকিয়ে রয়েছে কি না তার তদন্ত শুরু করেছে পুলিশ।

একইসঙ্গে ওই দুষ্কৃতীরা কতদিন ধরে ছিলেন তার তদন্ত করতে শুরু করেছে পুলিশ৷ ঘটনাস্থলে উপস্থিত হয়েছে বিধাননগর পুলিশ কমিশনার সুপ্রতিম সরকার। ঘটনার জেরে আতঙ্কিত এলাকাবাসী। মোতায়েন করা হয়েছে বিরাট পুলিশ বাহিনী।

সম্পর্কিত পোস্ট