রাহুলের বিরুদ্ধে স্বর্ণমন্দির অপবিত্র করার অভিযোগ বাদলদের, পাল্টা দিল কংগ্রেস

দ্য কোয়ারি ওয়েবডেস্ক: রাহুল গান্ধির পাঞ্জাব সফরের পর বিতর্ক উস্কে দিল শিরোমনি অকালি দল। অমৃতসরের স্বর্ণমন্দিরে রাহুলের ছবি ট্যুইট করে শিখদের পবিত্র ধর্মস্থানকে অপবিত্র করার অভিযোগ করেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী হরসিমরত কৌর বাদল। পাল্টা কংগ্রেসের পক্ষ থেকে তাঁর বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ আনা হয়েছে।

স্বর্ণমন্দিরে রাহুলের সঙ্গে প্রবেশের সুযোগ পেয়েছিলেন মুখ্যমন্ত্রী চরঞ্জিৎ সিং চন্নি, পাঞ্জাব কংগ্রেসের সভাপতি নভজোৎ সিং সিধু, উপমুখ্যমন্ত্রী সুখজিন্দর সিং রানধাওয়া।

সেই ছবিই ট্যুইট করে পাঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রকাশ সিং বাদলের পুত্রবধূ হরসিমরত কৌর ফের একবার গান্ধী পরিবারের দ্বারা স্বর্ণমন্দির অপবিত্র হল বলে অভিযোগ করেন। তিনি ট্যুইটে এর বেশি কিছু না বললেও সম্ভবত অপারেশন ব্লু স্টারের কথা মনে করিয়ে দিয়ে রাহুলকে খোঁচা দেওয়ার চেষ্টা করেছেন।

বাদল পরিবারের এই গুরুত্বপূর্ণ সদস্যের ট্যুইট প্রকাশ্যে আসতেই তেড়ে-ফুঁড়ে উঠেছে কংগ্রেস। তাদের প্রধান মুখপাত্র রণদীপ সিং সুরজেওয়ালা হিন্দিতে ট্যুইট করে ভুল ও মিথ্যে খবর ছড়ানোর অভিযোগ এনেছেন হরসিমরত কৌর বাদলের বিরুদ্ধে।

একজন গুরুত্বপূর্ণ রাজনীতিবিদ হিসেবে হয়সিমরতের এইভাবে প্রকাশ্যে মিথ্যাচার করা উচিত নয় বলে জানান। সেইসঙ্গে সুরজেওয়ালা দাবি করেন রাহুলের সফরে স্বর্ণ মন্দিরের বিন্দুমাত্র অপমান হয়নি। পাশাপাশি বিতর্কিত কৃষি আইন নিয়েও হরসিমরতকে তিনি খোঁচা দিয়েছেন।

বলেন, পরে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নাটক করেছিলেন, অথচ ক্যাবিনেটে যখন কৃষি আইন পাস হচ্ছিল তখন এই কেন্দ্রীয় মন্ত্রী সমর্থন জানান। সবমিলিয়ে বিধানসভা ভোটের দিন যত এগিয়ে আসছে ততই পাঞ্জাবে রাজনীতিবিদদের মধ্যে কাদা ছোঁড়াছুঁড়ি বাড়ছে।

সম্পর্কিত পোস্ট