ভবানীপুরের মেগা লড়াইঃ মমতার মুখোমুখি বিজেপির বাজি কে?

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ দীর্ঘ টানাপোড়েনের পর অবশেষে শনিবার ভবানীপুরে উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা করল নির্বাচন কমিশন। অন্যদিকে পুজোর আগেই উপ নির্বাচন হতে পারে ইঙ্গিতকে মাথায় রেখেই বঙ্গ বিজেপিকে ওয়ার্ম আপ শুরু করার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় নেতৃত্ব।

ভবানীপুর থেকে তৃণমূলের প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় একথা নিশ্চিত। ২০২১ এর বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে জয়ী হয়ে আসেন শোভনদেব চট্টোপাধ্যায়। পরবর্তীতে তিনি ইস্তফা দেন। কালীঘাট সূত্রে খবর খড়দহ বিধানসভা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী হতে পারেন তিনি।

তবে এখন প্রশ্ন, ভবানীপুরের মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিজেপির তুরুপের তাস কে? রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় পরাজিত হয়েছেন। তাই এবারে ভবানীপুরের দিকে নজর থাকবে সমস্ত রাজনৈতিক দলের।

আলিমুদ্দিন সূত্রে জানা গিয়েছিল ভবানীপুর কেন্দ্র থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়াই করতে পারেন লড়াকু নেত্রী মীনাক্ষী মুখার্জি। তবে বিজেপির প্রার্থী কে হবে তা নিয়ে সংশয় থেকেই গেছে।

দুই কেন্দ্রে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা নির্বাচন কমিশনের

বঙ্গ বিজেপির একটি সূত্র মারফত জানা গিয়েছে রুদ্রনীলকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী করতে পারে দল। যদিও এ বিষয়ে অসন্তোষ প্রকাশ করেছেন অনেকেই। জানা গিয়েছে রুদ্রনীল দিন কয়েক আগেই নাকি দিল্লি গিয়ে দেখা করে এসেছেন শিবপ্রকাশের সঙ্গে।

শুধু তাই নয় দেখা করেছেন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের সঙ্গেও।তবে দিলীপ পন্থী অনেকেই চান না রুদ্রনীলকে প্রার্থী হিসেবে। পরিবর্তে তারা চান দলেরই পুরনো লড়াকু কোন নেতৃত্বকে।

২০২১ র বিধানসভা নির্বাচনে প্রার্থী বাছাইয়ে গলদ থাকায় ব্যাপক পরাজয়ের সম্মুখীন হতে হয়েছে বিজেপিকে। শুধুমাত্র কেন্দ্রীয় নেতৃত্বের ওপর ভরসা না করে উপনির্বাচনে প্রার্থী বাছাইয়ে বঙ্গ বিজেপি নেতৃত্বদের প্রাধান্য দেওয়া হোক এমনটাই চাইছেন অনেকেই।

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, ভবানীপুরে উপনির্বাচন নিয়ে গা ছাড়া মনোভাব রয়েছে বঙ্গ বিজেপির। কারণ বিধানসভা নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তৃতীয়বার ক্ষমতায় আসার পর মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুর থেকে জয়ী হবেন একথা প্রায় নিশ্চিত ধরে নেওয়া যায়।

তাই সে ক্ষেত্রে দিনহাটা শান্তিপুর খড়দহ সামশেরগঞ্জ এবং জঙ্গিপুরে বাড়তি নজর দিতে চাইছে বিজেপি। ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায়ের স্টুডেন্ট ক্রেডিট কার্ড লক্ষীর ভান্ডার প্রকল্পের ব্যাপক সাড়া গোটা বাংলা জুড়ে সে ক্ষেত্রে দাঁড়িয়ে নিঃসন্দেহে ঘাসফুল শিবিরের পাল্লা ভারি হবে তা স্পষ্ট।

তবে বিনা যুদ্ধে ময়দান ছাড়তে রাজি নয় বিজেপিও।  এখন দেখার ভবানীপুরের মেগা লড়াইয়ে বিজেপির বাজি কে।

সম্পর্কিত পোস্ট