মেদিনীপুরের যোগদান করবেন কারা? জল্পনা তুঙ্গে

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ দুই দিনের বাংলা সফরে উপস্থিত হয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শনিবার প্রথম দিনের সফরে মেদিনীপুরের কলেজ মাঠে সভা করবেন তিনি। তবে রাজ্য রাজনীতিতে এই মুহুর্তে যা পরিস্থিতি তাতে এদিনের জনসমাবেশ অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

গত কয়েকদিন ধরে দলবদলের হাওয়া লেগেছে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে। শুভেন্দু অধিকারীর তৃণমূল থেকে ইস্তফার পর একাধিক দলের বিধায়করা দল ছেড়ে গেরুয়া শিবিরের দিকে ঝুঁকেছেন। সেই তালিকায় রয়েছে বেশ কয়েকজনের নাম। এই তালিকায় রয়েছেন সদ্য তৃণমূল ছেড়ে আসা হেভিওয়েট নেতা শুভেন্দু অধিকারী, ব্যারাকপুরের বিধায়ক শিলভদ্র দত্ত, হলদিয়ার বিধায়ক তাপসী মণ্ডল, উত্তর কাঁথির বিধায়ক বনশ্রী মাইতি, তমলুকের বিধায়ক অশোক দিন্দা। যোগ দিতে পারেন কালনার বিধায়ক বিশ্বজিৎ কুন্ডু। এছাড়াও অনেক বিধায়করা উপস্থিত রয়েছেন বলে জানা গিয়েছে। বিজেপিতে যোগ দিতে চলেছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়।

সূত্রের খবর, এই মুহুর্তে কোলাঘাটের গেস্ট হাউসে উপস্থিত হয়েছেন একাধিক দলের বিধায়করা। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে কলকাতা থেকে মেদিনীপুরের উদ্দেশ্যে রওনা দেবেন শুভেন্দু অধিকারী। ইতিমধ্যেই মেদিনীপুরের কলেজ মাঠে উপস্থিত হয়েছেন শুভেন্দু ঘনিষ্ঠ কণিষ্ক পন্ডা। এদিন বিজেপিতে যোগ দেবেন তিনিও। সূত্রের খবর, এদিন যোগদান করবেন বর্ধমান পুর্বের সাংসদ সুনীল মন্ডল। এমনটাই সূত্রের খবর।

সম্পর্কিত পোস্ট