মঞ্চে কারা ? ২৯ এর বৈঠকে জল মাপবেন মুখ্যমন্ত্রী
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ এই মুহূর্তে রাজ্য জুড়ে রঙবদলের রাজনীতি অব্যাহত। আর যিনি শাসক শিবিরে রয়েছেন কালকে তিনি গিয়ে নাম লেখাচ্ছেন গেরুয়া শিবিরে। ফলে ক্রমশই আলগা হচ্ছে ঘাসফুলের মাটি রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছিল কেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে ড্যামেজ কন্ট্রোলে’ নামছেন না। এবার সরাসরি দলের ভাঙ্গন রুখতে ময়দানে নামলেন তৃণমূল সুপ্রিমো।
৩০ শে জানুয়ারি রাজ্যে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিজেপির অন্দরমহল সূত্রের খবর, এই সফরে এক ঝাঁক তৃণমূলের হেভিওয়েট নেতৃত্ব নাম লেখাতে চলেছেন। তবে তারা কারা? তা এখনও স্পষ্ট করে জানা যায়নি।
জল্পনায় নাম রয়েছে রাজীব বন্দ্যোপাধ্যায় বৈশালী ডালমিয়া, রথীন চক্রবর্তী সহ আরো অনেকেই।
তার আগেই সামনের সারিতে কারা কারা রয়েছে তা একবার যাচাই করে নিতে ২৯ তারিখ কালীঘাটের বাসভবনে সমস্ত সাংসদ ও বিধায়কদের নিয়ে বৈঠকে বসতে চলেছেন মুখ্যমন্ত্রী।
প্রাথমিকভাবে মনে করা হচ্ছে সে দিনের বৈঠকে উপস্থিতির হারই পরিষ্কার করে দেবে ৩১ এর মঞ্চে কারা শামিল হতে পারেন গেরুয়া শিবিরে।
আরও পড়ুনঃ প্রজাতন্ত্র দিবসের দিনে কৃষকদের ট্র্যাক্টর প্যারেডের ঘটনায় ২২ টি অভিযোগ দায়ের
তৃণমূল সূত্রের খবর সেদিনের বৈঠক থেকে মুখ্যমন্ত্রী স্পষ্ট বার্তা দেবেন যারা দল ত্যাগ করবেন সেইসব নেতৃত্বদের উদ্দেশ্যে। পাশাপাশি মনে করা হচ্ছে দলের কর্মীদের উজ্জীবিত করতে কত কিছু নতুন রণকৌশলের কথা বলতে পারেন তৃণমূল সুপ্রিমো । তবে সবটাই অনুমেয়।
প্রসঙ্গত ইতিমধ্যেই বহিষ্কার করা হয়েছে বৈশালী ডালমিয়াকে । বন মন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছেন রাজীব বন্দ্যোপাধ্যায়। উত্তরপাড়ার বিধায়ক প্রবীর ঘোষাল কে শোকজ করেছে দল। বেসুরো ইঙ্গিত দিয়েছেন সাংসদ প্রতিমা মন্ডল। এরই মাঝে বিজেপি সূত্রের খবর তৃণমূলের ঘর দক্ষিণ ২৪ পরগনা থেকে কয়েকজন বিধায়ক রয়েছেন এই তালিকায়।
অন্যদিকে একের পর এক সভা থেকে সরাসরি শাসক শিবিরকে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় ও মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে তোপ দাগছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী।
রীতিমতো হুঁশিয়ারি দিয়ে বলেছেন ১৬ ই ফেব্রুয়ারির পর আরো বড় চমক অপেক্ষা করছে তৃণমূলের জন্য। তারপরে আদর্শ আচরণ বিধি চালু হলেই আরো খেল দেখাবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রীকে।
একুশের বিধানসভা নির্বাচনের আগে ক্রমশই জমে উঠছে রাজ্য রাজনীতির পরিবর্তনের চমক। ২৯ এর বৈঠকে কী বার্তা দেন মুখ্যমন্ত্রী আর ৩১ এর মঞ্চে অমিত শাহের পাশে কাকে কাকে দেখা যায় সেদিকেই তাকিয়ে রাজ্যবাসী।