“দিলীপ কেন গ্রেফতার নয়?” বিচারপতি গঙ্গোপাধ্যায়কে আদৌ এই প্রশ্ন করতে পারেন অভিষেক
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ দেশের বিচার ব্যবস্থা নিয়ে মানুষের মনে ক্ষোভ, প্রশ্ন বহু দিন ধরেই আছে। বিচারের দীর্ঘসূত্রিতা, ক্ষমতাসীনদের দাপাদাপি সেই ক্ষোভকে আরও বাড়িয়ে দিয়েছে। তবে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার সরাসরি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে যেভাবে প্রশ্ন করেছেন তা নিয়ে তুঙ্গে উঠেছে বিতর্ক। কোনও বিচারপতিকে এভাবে আদৌ প্রশ্ন করা যায়?
পুরো ঘটনাটা কী? সম্প্রতি জানা গিয়েছে, এসএসসি দুর্নীতি মামলায় ধৃত মিডলম্যান তথা পার্থ চট্টোপাধ্যায়ের নাত জামাই প্রসন্ন রায়ের বাড়ি থেকে দিলীপ ঘোষের বাড়ির দলিল উদ্ধার করেছে সিবিআই। এই নিয়ে রাজ্য রাজনীতিতে আগে থেকেই জলঘোলা হচ্ছিল।
এই প্রেক্ষাপটে মঙ্গলবার ডায়মন্ডহারবারে নিজের সংসদীয় এলাকার উন্নয়ন নিয়ে আয়োজিত বৈঠকে যোগ দেন অভিষেক। এরপর বাইরে বেরিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় বলেন, “পার্থবাবুর বাড়ি থেকে অর্পিতার দলিলটি উদ্ধার হওয়ায় তিনি যদি গ্রেফতার হন, তবে দিলীপ ঘোষ কেন গ্রেফতার হলেন না বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কাছে আমার প্রশ্ন রইল।”
এমনিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিচারপতি গঙ্গোপাধ্যায় বা বিচার ব্যবস্থা সম্পর্কে কোনও আপত্তিকর মন্তব্য করেননি। তিনি শুধু বিচারপতির কাছে একটি প্রশ্ন রেখেছেন। কিন্তু এভাবে প্রকাশ্যে সাংবাদিক বৈঠক করে হাইকোর্টের বিচারপতিকে প্রশ্ন করা যায় কিনা তা নিয়ে প্রশ্ন উঠছে।
সর্বজনের নেতা হওয়ার ইচ্ছে দিলীপের বোধহয় নেই!
উল্লেখ্য, এর আগে এক বেসরকারি সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে বিচারপতি গঙ্গোপাধ্যায় নাম না করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চরম হুঁশিয়ারি দিয়েছিলেন। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক আগেও এই বিচারপতির বিষয়ে কিছু প্রশ্ন তুলেছিলেন। সেই প্রেক্ষিতেই বিচারপতি গঙ্গোপাধ্যায় তখন হুঁশিয়ারি দেন। এখন দেখার মঙ্গলবার অভিষেক বন্দ্যোপাধ্যায় সরাসরি তাঁর উদ্দেশ্য প্রশ্ন তোলার পর বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় কী করেন বা কী বলেন।
তবে রাজনৈতিক মহলের একাংশ আবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে যথেষ্ঠ যুক্তি খুঁজে পেয়েছেন।