আমফানের এতদিন পরেও কেন স্বাভাবিক নয় টেলিফোন পরিষেবা ? খুঁজলেন ক্রেতা সুরক্ষা দফতরের মন্ত্রী সাধন পান্ডে
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ আমফানের পরে দীর্ঘদিন কেটে গেলেও এখনও স্বাভাবিক হয়নি মোবাইল পরিষেবা। বহু জায়গায় এখনও মোবাইল যোগাযোগ করা যাচ্ছে না। এমনকি ইন্টারনেট কানেকশন নিয়েও রয়েছে সমস্যা।
এমতাবস্থায় রাজ্যের ৪টি গুরুত্বপূর্ণ টেলিকম সংস্থাকে তলব ক্রেতা-সুরক্ষা মন্ত্রী সাধন পান্ডের । তাদের কাছে মন্ত্রীর প্রশ্ন, কেন এতো দিন পরেও কেন স্বাভাবিক হলো না পরিষেবা? এদিন তিনি দ্রুত এই মোবাইল পরিষেবা প্রদানকারীদের কাছে পরিষেবা স্বাভাবিক করার নির্দেশ দেন।
অন্যদিকে মোবাইল সংস্থাগুলি দাবি করেছে, গোটা পরিষেবা স্বাভাবিক করার জন্য তাদের আরও ১৫ দিন সময় দেওয়া হোক। তাদের মতে, ঘুর্নিঝড়ে যে পরিমান ক্ষয়ক্ষতি হয়েছে তারপরে এখনও সব জায়গায় পৌঁছানো সম্ভব হয়নি তাদের পক্ষে আর সে কারণেই এই সুযোগ তাদের দেওয়া হোক।
১৫ জুন থেকে এবার রেশনে মিলবে ডাল, ঘোষণা রাজ্য সরকারের
যদিও মন্ত্রী জানিয়েছেন, এই অবস্থায় মোবাইল পরিষেবা প্রদানকারী সংস্থাগুলির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষমতা থাকলেও এখনই কোনও পদক্ষেপ নিতে চায় না ক্রেতা সুরক্ষা দফতর। বরং তিনি জোর দিয়েছেন দ্রুত পরিষেবা স্বাভাবিক হওয়ার ওপরেই।
এদিন আলোচনায় উঠে আসে একটি টেলিফোন সংস্থা আন্ডারগ্রাউন্ড কেবলের মাধ্যমে পরিষেবা দেওয়ার কারণে তুলনামূলকভাবে স্বাভাবিক। তিনি বাকি টেলিফোন সংস্থাগুলিকে একইভাবে তার নিয়ে যাওয়ার পরামর্শ দেন।
এক্ষেত্রে টেলিফোন সংস্থাগুলির জানিয়েছে,তারা চেষ্টা করছে কলকাতা পুরসভার সঙ্গে আলোচনা করে এই বিষয়ে পদক্ষেপ নিতে।