সাধারণ মানুষকে স্বস্তি দিতে জ্বালানি তেল নিয়ে কেন কোনো পদক্ষেপ নিচ্ছে না কেন্দ্র: অমিত মিত্র

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ একদিকে রাজ্যে বাড়ছে বিধানসভা ভোটের উত্তাপ পাশাপাশি তরতরিয়ে বাড়ছে পেট্রোল-ডিজেলের দাম। জ্বালানি তেলের দিয়েছেন রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র। এই গোটা দেশে যখন বিরোধী দলগুলো সরব।

এরাজ্যে সরব রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। শনি-রবি-সোম জেলা থেকে ব্লক স্তরে এই জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি নিয়ে প্রতিবাদ করেছে তৃণমূল। এবার একই বিষয় নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে সরব হলেন রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র।

আসলে জ্বালানি তেলের ওপর কেন্দ্র এবং রাজ্য দুই সরকারই কর বসায়। তাহলে কেন শুধু কেন্দ্রকেই কাঠগড়ায় তোলা হচ্ছে? রাজ্য সরকারের মতে, এক্ষেত্রে পেট্রোপণ্যের ওপর করের পরিমাণই ফারাক গড়ে দিয়েছে। রাজ্য সরকারের তুলনায় জ্বালানি তেলে কেন্দ্র অনেক বেশি কর নেয়।

বুধেই ৫ রাজ্যের নির্বাচনী নির্ঘন্টের প্রস্তুতি বৈঠকে কমিশন, রাতেই শহরে নির্বাচন কমিশনার

অমিত মিত্র বলেন, ‘‌এই মুহূর্তে প্রতি লিটার পেট্রোলে ৩২.৯০ টাকা ও ডিজেলে ৩১.৮০ টাকা কর এবং সেস নিচ্ছে কেন্দ্র। সেখানে রাজ্য সরকার প্রতি লিটার পেট্রোলে মাত্র ১৮.৪৬ টাকা ও প্রতি লিটার ডিজেলে ১২.৫৭ টাকা কর নিচ্ছে।’‌

তাঁর দাবি, এই অবস্থায় কেন্দ্রের উচিত সাধারণ মানুষকে স্বস্তি দিতে পদক্ষেপ নেওয়া। পেট্রোল-ডিজেল থেকে কেন্দ্রের আয় রাজ্যের সরকারের তুলনায় অনেক বেশি। তাই কেন্দ্রেরই উচিত করের পরিমাণ কমিয়ে পেট্রোল-ডিজেলের দাম নিয়ন্ত্রণ করা।

ইতিমধ্যে পশ্চিমবঙ্গ,রাজস্থান, ছত্তিশগড়ের সরকার জ্বালানি তেলের ওপর করছাড় দিয়েছে। তবে এত কিছুর পরেও কেন্দ্র সরকার এই নিয়ে মুখ খোলেনি। এ দিন তা নিয়েই সরব হয়েছেন রাজ্যের অর্থমন্ত্রী।

সম্পর্কিত পোস্ট