রাজ্যকে এড়িয়ে কৃষকদের টাকা দেওয়ার উদ্যোগ কেন, প্রশ্ন মমতার

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ শুক্রবার কৃষি আইন নিয়ে বিরোধীদের তীব্র সমালোচনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । বাদ যায়নি তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও । রাজনৈতিক কারণেই কৃষি আইন ও কিষাণ সম্মান নিধি-র বিরোধিতা তৃণমূল নেত্রী করছেন বলেও অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী। এবার পাল্টা নরেন্দ্র মোদিকে জবাব দিলেন মমতা।

কিসান সম্মান নিধি নিয়ে প্রধানমন্ত্রীর অভিযোগের কয়েক ঘণ্টার মধ্যেই চিঠিতে তাঁর জবাব দিয়েছেন তিনি। পালটা কেন্দ্রের অভিষন্ধি নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, ‘কৃষকদের টাকা দেওয়াই কেন্দ্রের উদ্দেশ হলে কেন রাজ্যের মাধ্যমে টাকা দিচ্ছেন না তারা।’

এদিন প্রধানমন্ত্রীকে মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, ‘প্রধানমন্ত্রী অর্ধসত্য বলছেন। কেন্দ্র – রাজ্য হাতে হাত রেখে কাজ করবে সেটাই স্বাভাবিক। কেন্দ্রের একাধিক প্রকল্প বাস্তবায়ন করে রাজ্য সরকার। একমাত্র ব্যতিক্রম কিসান সম্মান নিধি।’

মুখ্যমন্ত্রীর প্রশ্ন, ‘আগেই রাজ্যের মাধ্যমে এই টাকা কৃষকদের মধ্যে বণ্টনের প্রস্তাব দিয়েছে রাজ্য সরকার। কিন্তু তা মানতে চায়নি কেন্দ্রই। কেন রাজ্যকে পাশ কাটিয়ে কৃষকদের টাকা দিতে চায় কেন্দ্র?’

শুক্রবার প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর জন্মদিনে জাতির উদ্দেশে ভাষণে পশ্চিমবঙ্গ সরকার কৃষক সম্মান নিধি প্রকল্প চালু করার অনুমোদন না দেওয়ায় কড়া সমালোচনা করেন প্রধানমন্ত্রী।

এরই জবাবে মুখ্যমন্ত্রী বলেন, ‘এদিন প্রধানমন্ত্রী টেলিভিশনের মাধ্যমে ভাষণে কৃষকদের উদ্বেগের সমাধানের জন্য সক্রিয়ভাবে কাজ করার পরিবর্তে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি প্রকাশ্যে প্রধানমন্ত্রী কিষাণ যোজনার মাধ্যমে পশ্চিমবঙ্গের কৃষকদের সহায়তা করার জন্য তাঁর অভিপ্রায় দেখিয়েছেন। আসল সত্য এটা যে তিনি অর্ধ-সত্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন।’

মমতার দাবি, ‘আসল বিষয়টি হল মোদি সরকার পশ্চিমবঙ্গকে সহায়তার জন্য কিছুই করেনি। তারা এখনও ৮৫,০০০ কোটি টাকার বকেয়ায় একটি অংশও ছাড়েনি, যার মধ্যে ৮,০০০ কোটি টাকার জিএসটি বকেয়া রয়েছে।’

http://sh103.global.temp.domains/~lyricsin/thequiry/gurudev-narendra-modi-has-shown-the-way-to-self-reliance/

উল্লেখ্য, শুক্রবার কিষাণ সম্মান নিধি প্রকল্পের আওতায় ৯ কোটি কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১৮০০ কোটি টাকা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এরপর এক ভার্চুয়াল বৈঠকের মাধ্যমে দেশের কৃষকদের সঙ্গে কথা বলেন। ওড়িশা, অরুণাচলপ্রদেশ সহ বিভিন্ন রাজ্যের কৃষকদের সঙ্গে কথা বলেছেন তিনি।

সেই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, ‘একমাত্র বাংলার কৃষকরা এই প্রকল্পের আওতা থেকে বাদ রয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ বাংলা ধ্বংস করেছে। কৃষকদের বিরুদ্ধে তাঁর এই কর্মকাণ্ড আমাকে আঘাত দিয়েছে। বিরোধীরা কেন এ বিষয়ে চুপ?’

মোদি বলেন, ‘বাংলার কৃষকরা কেন্দ্রের প্রকল্পগুলির সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন। বাংলা একমাত্র রাজ্য যারা এই প্রকল্পগুলির সুবিধা কৃষকদের কাছে পৌঁছতে দিচ্ছে না।’

রাজ্য সরকারকে নিশানা করে তিনি বলেন, ‘রাজনৈতিক কারণে টাকা পেলেন না বাংলার কৃষকরা। তাঁদের পাশে নেই তৃণমূল, অথচ পাঞ্জাবের কৃষকদের পাশে তৃণমূল। কেন প্রকল্পের সুযোগ নিচ্ছে না বাংলা। বাংলার এই দল বাংলার কৃষকদের দুর্দশার কারণ। স্বার্থে জন্য কৃষকদের নিয়ে রাজনীতি করছে। কিছু লোক মিথ ও মিথ্যা ছড়াচ্ছে যে কৃষকরা চুক্তিচাষ করলে তাদের জমি কেড়ে নেওয়া হবে। কিছু দল নতুন কৃষি আইনের বিরোধিতা করে রাজনৈতিক কর্মসূচিতে জোর দিচ্ছে।’

সম্পর্কিত পোস্ট