কয়লাকাণ্ডে ‘শান্তিনিকেতন’ –এ সিবিআই হানা নিয়ে ঠাকুনগরে মুখ খুলবেন অভিষেক?
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ কয়লাকাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সিবিআই হানা নিয়ে উত্তাল হয়েছে রাজ্য রাজনীতি। অভিষেকের বাড়িতে মুখ্যমন্ত্রীর প্রস্থানের পরেই সিবিআইয়ের উপস্থিতি এবং জেরা নিয়ে সারা দেশজুড়ে আলোচনা হয়েছে।
বুধবার এই বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ খুলেছেন। কিন্তু বিষয়টি নিয়ে চুপ রয়েছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার ঠাকুরনগরের জনসভা থেকে কি মুখ খুলবেন তিনি? প্রশ্ন রাজনৈতিক মহলে।
যদিও বিষয়টি নিয়ে সরব হয়েছেন বিরোধীরা। বুধবার উত্তর কলকাতার জনসভা থেকে শুভেন্দু অধিকারীকে বলতে শোনা যায়, তিনি যা যা বলেছিলেন সব মিলে যাচ্ছে। একইসঙ্গে শুভেন্দু অধিকারীর কথায় উঠে আসে ‘তোলাবাজ ভাইপো’ কথাটাও।
এর আগে একাধিক প্রসঙ্গে বিরোধীদের বিরুদ্ধে সরব হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বারেবারে বিরোধীদের কড়া জবাব দিয়েছেন তিনি। কিন্তু নিজের বাড়িতে সিবিআই হানা নিয়ে মুখ খুলবেন অভিষেক? সেই জল্পনা তুঙ্গে।
আরও পড়ুনঃ বিনামূল্যে গণ টিকাকরণের জন্য প্রধানমন্ত্রীর অনুমতি চেয়ে চিঠি দিলেন মমতা
উল্লেখ্য, কয়লাকাণ্ডে রবিবার অভিষেকের বাড়িতে নোটিশ দিতে উপস্থিত হন সিবিআইয়ের আধিকারিকরা। সেদিনেই এবিষয়ে টুইট করেন অভিষেক। এরপর শ্যালিকার বাড়িতে উপস্থিত হন সিবিআই আধিকারিকরা। পরে দীর্ঘ সময় ধরে চলে জিজ্ঞাসাবাদ।
কয়লা কাণ্ডে অন্যান্য যারা অভিযুক্ত বিনয় মিশ্র এবং অনুপ মাঝি ওরফে লালাকে হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছে সিবিআই। এমনকি তাঁদের লুক আউট নোটিশ জারি করা হয়েছে।
কয়লাকাণ্ডে বেশ কিছু আর্থিক লেনদেনের বিষয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করে সিবিআই। যদিও সিবিআইয়ের একাধিক প্রশ্ন তিনি এড়িয়ে গিয়েছেন বলেই সূত্রের খবর।