কিউয়িদের বিরুদ্ধে ‘ডু অউর ডাই ম্যাচ’ বিরাটদের

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ মরুপ্রদেশে ক্রিকেট মহারণে পাকিস্তানের পর পর দুই জয়ে চাপ বেড়েছে ভারত-নিউজিল্যান্ডের। তাই ৩১ এর ম্যাচ ডু অউর ডাই ফ্যাক্টর বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।

দুই কঠিন প্রতিপক্ষ ভারত এবং নিউজিল্যান্ডকে হারিয়ে এখনও গ্রুপের মধ্যে প্রথমে রয়েছে পাকিস্তান। বাকি প্রতিপক্ষদের মধ্যে রয়েছে আফগানিস্তান, স্কটল্যান্ড এবং নামিবিয়া। তাই প্রথম ১২ থেকে তাঁদের লড়াই অনেকটা সহজ। কিন্তু কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিতে কসরত করতে হবে বিরাট এবং উইলিয়ামসনদের৷

যদি ভারত বাকি ম্যাচগুলিতে নিউজিল্যান্ড, নামিবিয়া এবং আফগানিস্তানকে পরাজিত করতে পারে তবে ৮ পয়েন্ট পেয়ে সেমিফাইনালের ছাড়পত্র পেতে পারে। উলটোদিকে যদি নিউজিল্যান্ড ভারতের বিরুদ্ধে জয়লাভ করে তাহলে পাকিস্তানের সঙ্গে শেষ চারে যাওয়ার ছাড়পত্র পাবে কিউয়িরা।

পরিসংখ্যান অনুযায়ী এখনও অবধি টি-টোয়েন্টি টুর্নামেন্টের আসরে মুখোমুখি হয়েছে দুই প্রতিপক্ষ৷ এর মধ্যে চারবার ভারতকে পরাজিত করেছে নিউজিল্যান্ড। স্বাভাবিকভাবেই বাড়তি চাপ রয়েছে বিরাটদের জন্য।

৩১ তারিখের ম্যাচকে কোয়ার্টার ফাইনালের থেকে কম কিছু ভাবছে না উভয়পক্ষ। অন্যদিকে, আন্ডারডগ আফগানিস্তান এবারের টি-টোয়েন্টি ফর্ম্যাটে হতে পারে বড় চ্যালেঞ্জ। আপাতত কঠিন লড়াইয়ের কড়া মোকাবিলায় টিম কোহলি।

সম্পর্কিত পোস্ট