আজই চূড়ান্ত হতে পারে লকডাউনের ভবিষ্যৎ, বিকেল ৩ টে ভিডিও কনফারেন্সে বৈঠকে প্রধানমন্ত্রী

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ  চলছে তৃতীয় দফার লকডাউন। আগামী ১৭ মে’র পর লকডাউন আরও বাড়বে কিনা তা নিয়ে চলছে চাপানউতোর।

এহেন পরিস্থিতিতে ফের সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভিডিও কনফারেন্সে বৈঠকে করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ২৫ মার্চ দেশজুড়ে লকডাউন শুরু হওয়ার পর থেকে এটি হবে মুখ্যমন্ত্রীদের সঙ্গে প্রধানমন্ত্রীর পঞ্চম ভিডিও কনফারেন্স।

এই ভিডিও বৈঠকেই চূড়ান্ত হতে পারে লকডাউনের ভবিষ্যত্‍। অন্যদিকে রবিবারই রাজ্যের মুখ্যসচিবদের সঙ্গে বৈঠক করেন কেন্দ্রীয় ক্যাবিনেট সচিব। এই বৈঠকেও রাজ্যে মুখ্যসচিবরা তৃতীয় দফার লকডাউন শেষ হলে আরও কিছু ছাড় দেওয়ার জন্য কেন্দ্রের কাছে সওয়াল করেছেন।

সূত্রের খবর, পর্যায়ক্রমে লকডাউন শিথিল করা এবং রেড জোন বাদে অন্যত্র অর্থনৈতিক কাজ শুরু করার ব্যাপারে আলোচনা হতে পারে।এর আগেই কৃষিকাজ সহ গ্রামীণ এলাকার বিভিন্ন অর্থনৈতিক কাজকর্মকে লকডাউনের আওতা থেকে ছাড় দেওয়া হয়েছে।

এই বৈঠকে মুখ্যমন্ত্রীরা ছাড়াও সব রাজ্যের মুখ্যসচিব, পুলিশের ডিজি, স্বরাষ্ট্র এবং স্বাস্থ্যমন্ত্রী এবং ওই দফতরগুলির সচিবদের উপস্থিত থাকার কথা।

অন্যদিকে, সারাদেশে করোনা আক্রান্তের সংখ্যা এক ধাক্কায় অনেকটাই বেড়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪২১৩ জন করোনা সংক্রমিত হয়েছেন।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী দেশে মোট আক্রান্তের সংখ্যা ৬৭ হাজার ১৫২ জন। মারা গেছেন ২২০৬ জন। সুস্থ হয়ে উঠেছেন, ২০ হাজার ৯১৭ জন।

সুস্থ হয়ে ওঠার হার বেড়ে হয়েছে ৩১.১ শতাংশ।

ইতিমধ্যেই সারা দেশে যাত্রীবাহী রেল চলাচল ১২ তারিখ থেকে ধীরে ধীরে স্বাভাবিক করা হবে বলে জানানো হয়েছে রেল দফতর সূত্রে। প্রাথমিকভাবে ১৫ জোড়া ট্রেন চালানোর পরিকল্পনা করেছে রেল। নতুন দিল্লি থেকে ট্রেনগুলি যাবে ডিব্রুগড়, আগরতলা, হাওড়া, পাটনা, বিলাসপুর, রাঁচি, ভুবনেশ্বর, সেকেন্দ্রাবাদ, ব্যাঙ্গালুরু, চেন্নাই, তিরুবনন্তপুরম, মাদগাও, মুম্বাই সেন্ট্রাল, আহমেদাবাদ ও জম্মু –তাওয়াই।

১১ই মে বিকেল ৪টে থেকে এই ট্রেনগুলির জন্য বুকিং শুরু হবে। বুকিং করা যাবে IRCTC ওয়েবসাইটে। কোনো টিকিট বুকিং কাউন্টার খোলা হবে না।

সম্পর্কিত পোস্ট