মমতার হুগলীর সভায় উপস্থিত থাকবেন ‘বেসুরো’ বিধায়ক? জল্পনা তুঙ্গে
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ ভিক্টোরিয়ার মেমোরিয়ালের ঘটনার পর সোমবার হুগলীর পুরশুড়ার সেকেন্দারপুড়ে সভা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু দলনেত্রীর সেই বৈঠকে উপস্থিত থাকবেন উত্তরপাড়ার তৃণমূল বিধায়ক প্রবীর ঘোষাল? সেই নিয়ে জল্পনা তুঙ্গে।
বেশ কিছুদিন ধরেই বেসুরো ছিলেন হুগলীর উত্তরপাড়ার তৃণমূল বিধায়ক প্রবীর ঘোষাল। যা ঘিরে রাজনৈতিক মহলে আলোচনা হয়েছে বিস্তর। যা ঘিরে অস্বস্তি বেড়েছে শাসক দলের অন্দরে। তিনি এলাকার রাস্তা নিয়েও অভিযোগ তোলেন। এমনকি তিনি বলেন, এমনকি দলের যেসমস্ত কাজকর্ম চলছে সে বিষয়ে অবগত নন তিনি।
একইসঙ্গে পুরশুড়ার সভামঞ্চ থেকে কি বার্তা দেন মুখ্যমন্ত্রী? সেই দিকে তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল। সোমবার বেলা ১২ টায় সভা করবেন তৃণমূল সুপ্রিমো।
২০১৯ এর লোকসভা নির্বাচনে হাতেগোনা কয়েকটি আসনে জয়লাভ করেন আরামবাগের তৃণমূল প্রার্থী অপরূপা পোদ্দার। বিধানসভার নিরিখে পুরশুড়ায় ২০ হাজারের বেশী ভোটে পিছিয়ে তৃণমূল কংগ্রেস।
আরও পড়ুনঃ মতবিরোধের জের, নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলিকে বহিস্কার করল এনসিপি
গত দেড় বছরে আড়ে বহরে বেড়েছে বিজেপি। যা মোটেই ভালো চোখে দেখছেন না তৃণমূলের নীচু তলার কর্মীরা। একইসঙ্গে হুগলী জেলায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব বিরোধীদের জায়গা করে দিয়েছে। তাই কর্মীদের আশ্বস্ত করতে এবার নিজেই মাঠে নামলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
কয়েকদিন আগেই চন্দননগরে রোড শো করেছেন তৃণমূল। তার আগে সিঙ্গুরে সভা করেছেন বিজেপি নেতা মুকুল রায় সহ একাধিক নেতৃত্ব। দলের কার্যকলাপ নিয়ে ক্ষোভ উগড়ে দিয়েছেন সিঙ্গুরের বিধায়ক রবীন্দ্রনাথ ভট্টাচার্য। দলের ড্যামেজ কন্ট্রোলে কতটা কাজ করবে মুখ্যমন্ত্রীর দাওয়াই?
সোমবার মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভায় প্রায় ২ লক্ষের বেশী মানুষ উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন তৃণমূল নেতৃত্ব। সব কিছু নিয়ে কি বার্তা দেবেন তৃণমূল সুপ্রিমো? সেদিকে তাকিয়ে রাজনৈতিক মহল।